বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র মাস রমজান শুরু হয়েছে। ২৯ বা ৩০ দিন ধরে মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন, যা তাঁদের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।

মুসলিমরা বিশ্বাস করেন, রমজান মাস হলো সেই মাস, যখন ১ হাজার ৪০০ বছরের বেশি সময় আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.

)–এর ওপর প্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল।

রোজায় তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জনের জন্য দিনের আলোতে পানাহার, ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন মুসলিম সম্প্রদায়ের অনুসারী মানুষ।

প্রতিবছর রমজান কেন ভিন্ন ভিন্ন তারিখে শুরু হয়

প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। কারণ, ইসলামিক বর্ষপঞ্জি মূলত চন্দ্র হিজরি বর্ষপঞ্জি অনুসারে তৈরি। চান্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১ দিন ছোট। তাই ২০৩০ সালে এক বছরে দুবার রমজান হবে। প্রথমটি ৫ জানুয়ারি থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।

বিশ্বজুড়ে রোজার সময়

বিশ্বের বিভিন্ন দেশে দিনের আলো ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত থাকে।

এবার চিলি ও নিউজিল্যান্ডের মতো বিশ্বের সর্ব দক্ষিণের দেশগুলোতে মুসলমানরা প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখছেন। আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো সর্ব উত্তরের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা ১৬ ঘণ্টা বা তার বেশি সময় ধরে রোজা রাখছেন। সে হিসাবে তাঁরা সবচেয়ে বেশি সময় রোজা রাখছেন।

এ বছর উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য রোজার সময় কিছুটা কমে আসবে এবং ২০৩১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কমবে। বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে এর বিপরীতটি ঘটবে।

কোন শহরে রোজা সবচেয়ে বেশি সময় এবং কোন শহরে কম সময়

নিচে বিশ্বের বিভিন্ন শহরে গড়ে কত ঘণ্টা রোজা রাখা হয়, তা তুলে ধরা হলো। রোজার প্রকৃত সময় ও দিন এবং গণনাপদ্ধতি অনুসারে পরিবর্তিত হবে:

- নুউক, গ্রিনল্যান্ড: ১৬ ঘণ্টা
- রেইকইয়াভিক, আইসল্যান্ড: ১৬ ঘণ্টা
- হেলসিঙ্কি, ফিনল্যান্ড: ১৫ ​​ঘণ্টা
- অসলো, নরওয়ে: ১৫ ঘণ্টা
- স্টকহোম, সুইডেন: ১৫ ঘণ্টা
- গ্লাসগো, স্কটল্যান্ড: ১৫ ​​ঘণ্টা
- বার্লিন, জার্মানি: ১৪ ঘণ্টা
- ডাবলিন, আয়ারল্যান্ড: ১৪ ঘণ্টা
- মস্কো, রাশিয়া: ১৪ ঘণ্টা
- আমস্টারডাম, নেদারল্যান্ডস: ১৪ ঘণ্টা
- ওয়ারশ, পোল্যান্ড: ১৪ ঘণ্টা
- আস্তানা, কাজাখস্তান: ১৪ ঘণ্টা
- ব্রাসেলস, বেলজিয়াম: ১৪ ঘণ্টা
- লন্ডন, যুক্তরাজ্য: ১৪ ঘণ্টা
- জুরিখ, সুইজারল্যান্ড: ১৪ ঘণ্টা
- বুখারেস্ট, রোমানিয়া: ১৪ ঘণ্টা
- সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা: ১৪ ঘণ্টা
- সোফিয়া, বুলগেরিয়া: ১৪ ঘণ্টা
- রোম, ইতালি: ১৪ ঘণ্টা
- মাদ্রিদ, স্পেন: ১৪ ঘণ্টা
- প্যারিস, ফ্রান্স: ১৪ ঘণ্টা
- আঙ্কারা, তুরস্ক: ১৪ ঘণ্টা
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ১৪ ঘণ্টা
- অটোয়া, কানাডা: ১৪ ঘণ্টা
- বেইজিং, চীন: ১৪ ঘণ্টা
- অ্যাথেন্স, গ্রিস: ১৩ ঘণ্টা
- লিসবন, পর্তুগাল: ১৩ ঘণ্টা
- টোকিও, জাপান: ১৩ ঘণ্টা
- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ১৩ ঘণ্টা
- লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: ১৩ ঘণ্টা
- তিউনিস, তিউনিসিয়া: ১৩ ঘণ্টা
- আলজিয়ার্স, আলজেরিয়া: ১৩ ঘণ্টা
- তেহরান, ইরান: ১৩ ঘণ্টা
- কাবুল, আফগানিস্তান: ১৩ ঘণ্টা
- নয়াদিল্লি, ভারত: ১৩ ঘণ্টা
- ঢাকা, বাংলাদেশ: ১৩ ঘণ্টা
- রাবাত, মরক্কো: ১৩ ঘণ্টা
- দামেস্ক, সিরিয়া: ১৩ ঘণ্টা
- ইসলামাবাদ, পাকিস্তান: ১৩ ঘণ্টা
- বাগদাদ, ইরাক: ১৩ ঘণ্টা
- বৈরুত, লেবানন: ১৩ ঘণ্টা
- আম্মান, জর্ডান: ১৩ ঘণ্টা
- গাজা সিটি, ফিলিস্তিন: ১৩ ঘণ্টা
- কায়রো, মিসর: ১৩ ঘণ্টা
- দোহা, কাতার: ১৩ ঘণ্টা
- দুবাই, সংযুক্ত আরব আমিরাত: ১৩ ঘণ্টা
- খার্তুম, সুদান: ১৩ ঘণ্টা
- রিয়াদ, সৌদি আরব: ১৩ ঘণ্টা
- আবুজা, নাইজেরিয়া: ১৩ ঘণ্টা
- এডেন, ইয়েমেন: ১৩ ঘণ্টা
- ডাকার, সেনেগাল: ১৩ ঘণ্টা
- আদ্দিস আবাবা, ইথিওপিয়া: ১৩ ঘণ্টা
- বুয়েনস এইরেস, আর্জেন্টিনা: ১৩ ঘণ্টা
- কলম্বো, শ্রীলঙ্কা: ১৩ ঘণ্টা
- কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১৩ ঘণ্টা
- মোগাদিসু, সোমালিয়া: ১৩ ঘণ্টা
- সিউদাদ দেল এস্তে, প্যারাগুয়ে: ১৩ ঘণ্টা
- নাইরোবি, কেনিয়া: ১৩ ঘণ্টা
- হারারে, জিম্বাবুয়ে: ১৩ ঘণ্টা
- জাকার্তা, ইন্দোনেশিয়া: ১৩ ঘণ্টা
- লুয়ান্ডা, অ্যাঙ্গোলা: ​​১৩ ঘণ্টা
- ব্যাংকক, থাইল্যান্ড: ১৩ ঘণ্টা
- ব্রাসিলিয়া, ব্রাজিল: ১৩ ঘণ্টা
- জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা: ১৩ ঘণ্টা
- মন্টেভিডিও, উরুগুয়ে: ১৩ ঘণ্টা
- ক্যানবেরা, অস্ট্রেলিয়া: ১৩ ঘণ্টা
- পুয়ের্তো মন্ট, চিলি: ১৩ ঘণ্টা
- ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১৩ ঘণ্টা

বিভিন্ন ভাষায় রমজানের শুভেচ্ছা

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজানের জন্য প্রত্যেকের নিজস্ব ভাষার শুভেচ্ছা বার্তা রয়েছে। ‘রমজান মোবারক’ এবং ‘রমজান কারিম’ বলে সবচেয়ে বেশি রমজানের শুভেচ্ছা বিনিময় করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য বছর র রমজ ন

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ