ক্রোম ব্রাউজারের ১৬ এক্সটেনশন থেকে সাবধান
Published: 3rd, March 2025 GMT
ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। ব্যবহারকারীদের এই আগ্রহ কাজে লাগিয়ে ১৬টি ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরিসহ অনুমোদনহীন বিজ্ঞাপন প্রদর্শন ও সার্চ ইঞ্জিন জালিয়াতির মতো কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে নিজেদের যন্ত্র থেকে দ্রুত ব্রাউজার এক্সটেনশনগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্স।
গিটল্যাব থ্রেট ইন্টেলিজেন্স জানিয়েছে, সংঘবদ্ধ একদল সাইবার অপরাধী ক্রোম ব্রাউজারের বেশ কয়েকটি এক্সটেনশনের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে অন্তত ৩২ লাখ ক্রোম ব্রাউজার ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে পড়েছেন। এক্সটেনশনগুলোর ক্ষতিকর আপডেটের মাধ্যমে ব্রাউজার থেকে তথ্য হাতিয়ে নেওয়া, ওয়েব ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের অজান্তে বিজ্ঞাপন চালানোর মতো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে সাইবার অপরাধীরা।
আরও পড়ুনক্রোম ব্রাউজারে যুক্ত এক্সটেনশন নিষ্ক্রিয় করবেন যেভাবে০৩ জুলাই ২০২৪ঝুঁকিপূর্ণ এক্সটেনশনগুলো হলো ব্লিপশট, ইমোজিস (ইমোজি কি–বোর্ড), কালার চেঞ্জার ফর ইউটিউব, ভিডিও ইফেক্টস ফর ইউটিউব অ্যান্ড অডিও এনহ্যান্সার, থিমস ফর ক্রোম অ্যান্ড ইউটিউব, পিকচার-ইন-পিকচার, মাইক অ্যাডব্লক ফর ক্রোম, সুপার ডার্ক মোড, ইমোজি কি–বোর্ড ইমোজিস ফর ক্রোম, অ্যাডব্লকার ফর ক্রোম (নোঅ্যাডস), অ্যাডব্লক ফর ইউ, অ্যাডব্লক ফর ক্রোম, নিম্বল ক্যাপচার, কে-প্রক্সি, পেজ রিফ্রেশ, উইস্টিয়া ভিডিও ডাউনলোডার ও ডব্লিউএ টুলকিট।
গুগল ইতিমধ্যে এসব এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে ফেলেছে। তবে যাদের ব্রাউজারে এগুলো ইনস্টল রয়েছে, তাদের এগুলো নিজ থেকে মুছে ফেলতে হবে। একই সঙ্গে কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাস স্ক্যান করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তাবিশেষজ্ঞরা।
ক্রোম এক্সটেনশনের মাধ্যমে হ্যাকারদের সাইবার হামলার শিকার হওয়ার ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি যেসব এক্সটেনশনের মাধ্যমে সাইবার হামলার ঘটনা ঘটছে, সেগুলো জনপ্রিয় হওয়ায় ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। আর তাই অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানার পরামর্শ দিয়েছেন নিরাপত্তাবিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।