দুই দফায় শ্বাসপ্রশ্বাসের গুরুতর জটিলতায় পোপ
Published: 4th, March 2025 GMT
পোপ ফ্রান্সিস গতকাল সোমবার দুই দফায় শ্বাসপ্রশাসজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়েছিলেন।
ভ্যাটিকান এই তথ্য জানিয়ে বলেছে, চিকিৎসকেরা পোপের ফুসফুস থেকে কফ বের করে এনেছেন। এ প্রক্রিয়ার পুরোটা সময় তাঁর জ্ঞান ছিল।
শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য ৮৮ বছর বছর বয়সী পোপ ফ্রান্সিস অক্সিজেন মাস্ক ও ভেন্টিলেটর ব্যবহার আবার শুরু করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। তিনি চিকিৎসকদের সহায়তাও করছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস ১৮ দিন আগে হাসপাতালে ভর্তি হন। এরপর এ নিয়ে তৃতীয় দফায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছাল।
গত শুক্রবার ভ্যাটিকান জানিয়েছিল, পোপ ফ্রান্সিস শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছেন। তখন তাঁর বমিও হচ্ছিল।
গতকাল পোপের অবস্থার অবনতি হয়। এ অবস্থায় তাঁকে আবার ভেন্টিলেশন দেওয়া হয়।
বর্তমানে পোপ ফ্রান্সিসের যে শারীরিক অবস্থা, তাতে তিনি ভ্যাটিকানের আসন্ন ঐতিহ্যবাহী প্রার্থনায় সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দিতে পারবেন না। এ অবস্থায় তাঁর লিখিত মন্তব্য প্রকাশ করছে ভ্যাটিকান।
আরও পড়ুনপোপের শারীরিক অবস্থা এখনো ‘গুরুতর’, বিপদ কাটেনি২৩ ফেব্রুয়ারি ২০২৫ভ্যাটিকানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির রাজধানী রোমের যে হাসপাতালে পোপ ফ্রান্সিস ভর্তি আছেন, সেখান থেকেই তিনি প্রার্থনার জন্য লিখিত মন্তব্য পাঠিয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করায় তিনি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর চিকিৎসাসেবার জন্য চিকিৎসাদলকেও ধন্যবাদ জানিয়েছেন।
১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল।
আরও পড়ুনজটিল শারীরিক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পোপ ফ্রান্সিস১৮ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র র ক অবস থ র জন য
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ