কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় খেলা হয়নি রিশাদের। এর আগে অবশ্য সাকিব আল হাসান ও লিটন দাসকে অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে এর মান নিয়ে আছে বিরাট প্রশ্ন। একই অবস্থা জিম আফ্রো টি-টেন প্রতিযোগিতা নিয়েও। যেখানে অংশ নিয়েছিলেন তাসকিন আহমেদ।

শুধু কানাডা কিংবা জিম্বাবুয়ে নয়, শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ, টি- টেন লিগ, আবুধাবির টি টেন টুর্নামেন্টসহ আরো কিছু প্রতিযোগিতার মান নিয়ে আছে প্রশ্ন। তাইতো বিসিবির অনীহা ‘মানহীন’ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের ‘অনাপত্তিপত্র’ দেয়া নিয়ে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম রাইজিংবিডিকে বললেন, ‘‘কিছু মানহীন টি-টোয়েন্টি লিগ বা টি টেন লিগ হচ্ছে। সেসবে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে আমাদের আপত্তি আছে।’’

ক্রিকেট বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ছড়াছড়ি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে ২০০৮ সালে যাত্রা শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। এখন সব দেশেই চলছে এই মহাযজ্ঞ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতার মান উচুঁতে। এসব লিগে ক্রিকেটারদের ‘অনাপত্তিপত্র’ দিতে বিসিবির আপত্তি নেই।

আরো পড়ুন:

মিরপুরে প্রতিনিধি দল
আলোর মুখ দেখছে নিউ জিল্যান্ড ‘এ’র বাংলাদেশ সফর

সুজনের জায়গায় হাবিবুল

তবে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েও আছে আপত্তি। তবে পরিস্থিতি বিবেচনায় বিসিবি সেসবেও ছাড় দেবে। কিন্তু গুটিকয়েক ক্রিকেটার বাদে এসব ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা খুব একটা নেই। সেই দিকটিও মাথায় রাখছেন ক্রিকেট কর্তরা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে আগামী মাসে। পিএসএলে দল পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তারা এখনও লিগে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে আবেদন করেননি। তাদের আবেদনের পর বিসিবি অনাপত্তিপত্র দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র য ঞ চ ইজ

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ