কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় খেলা হয়নি রিশাদের। এর আগে অবশ্য সাকিব আল হাসান ও লিটন দাসকে অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে এর মান নিয়ে আছে বিরাট প্রশ্ন। একই অবস্থা জিম আফ্রো টি-টেন প্রতিযোগিতা নিয়েও। যেখানে অংশ নিয়েছিলেন তাসকিন আহমেদ।

শুধু কানাডা কিংবা জিম্বাবুয়ে নয়, শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ, টি- টেন লিগ, আবুধাবির টি টেন টুর্নামেন্টসহ আরো কিছু প্রতিযোগিতার মান নিয়ে আছে প্রশ্ন। তাইতো বিসিবির অনীহা ‘মানহীন’ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের ‘অনাপত্তিপত্র’ দেয়া নিয়ে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম রাইজিংবিডিকে বললেন, ‘‘কিছু মানহীন টি-টোয়েন্টি লিগ বা টি টেন লিগ হচ্ছে। সেসবে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে আমাদের আপত্তি আছে।’’

ক্রিকেট বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ছড়াছড়ি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে ২০০৮ সালে যাত্রা শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। এখন সব দেশেই চলছে এই মহাযজ্ঞ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতার মান উচুঁতে। এসব লিগে ক্রিকেটারদের ‘অনাপত্তিপত্র’ দিতে বিসিবির আপত্তি নেই।

আরো পড়ুন:

মিরপুরে প্রতিনিধি দল
আলোর মুখ দেখছে নিউ জিল্যান্ড ‘এ’র বাংলাদেশ সফর

সুজনের জায়গায় হাবিবুল

তবে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েও আছে আপত্তি। তবে পরিস্থিতি বিবেচনায় বিসিবি সেসবেও ছাড় দেবে। কিন্তু গুটিকয়েক ক্রিকেটার বাদে এসব ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা খুব একটা নেই। সেই দিকটিও মাথায় রাখছেন ক্রিকেট কর্তরা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে আগামী মাসে। পিএসএলে দল পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তারা এখনও লিগে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে আবেদন করেননি। তাদের আবেদনের পর বিসিবি অনাপত্তিপত্র দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র য ঞ চ ইজ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ