বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে । আগামী শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। এতে ফোরামের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজনসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।

শর্ট ফিল্ম ফোরাম জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় শুরু হবে স্মরণসভা। ইফতারের পর একই মিলনায়তনে প্রদর্শিত হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত এই সিনেমাটি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’অবলম্বনে নির্মিত।

‘মেঘমল্লার’ পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন জাহিদুর রহিম অঞ্জন। এই দুই বিভাগসহ সিনেমাটি মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সরকারি অনুদানে তিনি সর্বশেষ নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতি এবং নিজের অসুস্থতার কারণে। তবে খুব শিগগিরই এটি দর্শকদের সামনে আনার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং সিনেমার পোস্টারও প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন।  চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  ২৬ ফেব্রুয়ারি তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। পরদিন জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন এই গুণী এই নির্মাতা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ