Prothomalo:
2025-05-01@12:08:57 GMT

পরবর্তী বরফযুগ শুরু হবে কবে

Published: 7th, March 2025 GMT

প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে পৃথিবীতে সর্বশেষ বরফযুগ বিদ্যমান ছিল। তারপরই এখনকার হলোসিন যুগ শুরু হয়। বরফযুগের আমলে পৃথিবীর পরিবেশ অনেক শীতল ছিল। তারপর ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকে। ভবিষ্যতে আবারও বরফযুগ তৈরি হবে। ধারণা করা হয়, পরের বরফযুগ আসতে আরও ১০ হাজার বছর লেগে যাবে। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মানবসৃষ্ট দূষণ নির্গমনের কারণে পৃথিবীর পরবর্তী বরফ যুগ কিছুটা বিলম্বিত হতে পারে। গবেষকেরা পৃথিবীর কক্ষপথ, হেলানো অবস্থা ও আবর্তনের তথ্য বিশ্লেষণের সময় নতুন তথ্য পেয়েছেন। একটি নতুন গবেষণায় বলা হচ্ছে, পৃথিবীর পরবর্তী বরফ যুগ আগামী ১১ হাজার বছরের মধ্যে শুরু হওয়া উচিত। যদি তা শুরু না হয়, তাহলে আমাদের গ্রহের ওপর নতুন প্রভাব তৈরি হবে। মানুষের নানা রকম কার্যক্রমের কারণে এই যুগ আরও কয়েক হাজার পরে শুরু হতে পারে। বরফযুগ, উষ্ণতা ও হিমবাহযুগ নিয়ে গবেষণার অংশ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেছে। কয়েক লাখ বছর ধরে পৃথিবীর প্রাকৃতিক জলবায়ু চক্র নিয়ে তথ্য সংগ্রহ করছেন তাঁরা। সূর্যের চারপাশে আমাদের গ্রহের কক্ষপথে আবর্তনের বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করেছেন তাঁরা। সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে হিমবাহ চক্রকে প্রভাবিত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা। মানুষের কারণে সৃষ্ট  গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব রয়েছে বলে মনে করছেন তাঁরা।

বিজ্ঞানী স্টিফেন বার্কার বলেন, ‘আমরা বিগত সময়ের লাখ লাখ বছর ধরে চলা বিভিন্ন হিমবাহ যুগ নিয়ে গবেষণা করছি। আগামীর হিমবাহ যুগ কত দিন স্থায়ী হবে, তার একটি সঠিক ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছি আমরা।’ লাখ লাখ বছর ধরে পৃথিবীতে বরফ যুগ ও উষ্ণ যুগের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন দেখা যাচ্ছে। সর্বশেষ বরফ যুগ বা হিমবাহ যুগ প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে শেষ হয়েছিল। এরপরই এখনকার হলোসিন যুগের সূচনা হয়। আপেক্ষিকভাবে জলবায়ু স্থিতিশীলতার কারণে এই যুগে মানবসভ্যতার বিকাশ ঘটতে থাকে দ্রুত।

১৯৭০ সাল থেকে বিজ্ঞানীরা পরবর্তী হিমবাহ যুগের সূচনা চিহ্নিত করার চেষ্টা করেছেন। এত দিন সঠিক সময়সীমা নির্ধারণ করা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, মানুষের হস্তক্ষেপ ছাড়াই পৃথিবীর পরবর্তী বরফ যুগ আগামী ১১ হাজার বছরের মধ্যে ঘটবে আর তা ৬৬ হাজার বছরের মধ্যে শেষ হবে। কিন্তু কার্বন ডাই–অক্সাইডের মাত্রা এখন ৮ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ হওয়ায় পরবর্তী বরফযুগের সময়রেখায় নাটকীয়ভাবে পরিবর্তন আসবে। কিছুটা পরে শুরু হবে নতুন বরফযুগ।

সূত্র: ইউরো নিউজ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ মব হ য গ প থ ব র পর হ জ র বছর ১১ হ জ র বরফ য গ ল খ বছর পরবর ত

এছাড়াও পড়ুন:

আনচেলত্তিকে বেতনসহ সসম্মানে বিদায় দেবে রিয়াল 

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের চাকরি হারাচ্ছেন কার্লো আনচেলত্তি। ২৫ মে রিয়ালের লিগ মৌসুম শেষ হবে। এরপরই দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ক্লাব ছাড়বেন ইতালিয়ান কোচ ডন কার্লো। তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিলের ডাগ আউট। সংবাদ মাধ্যম রেলেভো এমনই দাবি করেছে। 

ইউরোপের ফুটবলে মৌসুম ধরা হয় এক জুন থেকে অন্য জুন মাস পর্যন্ত। রিয়াল মাদ্রিদ তাকে মৌসুমে ১১ মিলিয়ন ইউরো বেতন দেয়। মে’র শেষে আনচেলত্তি চাকরি ছাড়লেও পুরো মৌসুমের বেতন পাবেন তিনি। ফ্লোরেন্তিনো পেরেজ তাকে রিয়াল মাদ্রিদের একজন শুভেচ্ছাদূত মনে করেন। সেভাবেই তাকে সসম্মানে ক্লাব ছাড়ার সুযোগ করে দিতে চান। 

সংবাদ মাধ্যম রেলেভো দাবি করেছে, ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে দুই পক্ষের আলাপ অনেকটাই এগিয়ে গেছে। ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের ডাগ আউটে দেখা যাবে ডন কার্লোকে। তবে এখনো চূড়ান্ত হয়নি কোন কিছুই। 

ব্রাজিল ফুটবল ফেডারেশন আগেই জানিয়ে দিয়েছে, জুনের আগে জাতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করতে চায় তারা। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অবস্থা নড়বড়ে হওয়ায় অপেক্ষা করেছে সিবিএফ। তাই বলে কোন ভাবেই ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করবে না তারা। আগামী জুন-জুলাইয়ে হবে ক্লাব বিশ্বকাপ।

আগামী দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ১৮ মে দল ঘোষণা করতে হবে ব্রাজিলের। সিবিএফ নিজস্ব ব্যবস্থাপনায় দল ঘোষণা করতে চায় বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে দল ঘোষণা সম্পর্কিত আলোচনায় নাকি যুক্ত থাকবেন আনচেলত্তি। স্কাই স্পোর্টস অবশ্য দাবি করেছে, আগামী এল ক্লাসিকোর পরই মাদ্রিদ ছাড়বেন ডন কার্লো।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • একটি টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তদের দুটি উচ্চতর গ্রেড পেতে আইনি বাধা কাটল
  • আট অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • বাবার মামলায় ছেলে গ্রেপ্তার
  • নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
  • আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায়: সিইসি
  • ঝড়-বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস
  • শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও নাম নেই অস্ত্র ব্যবসায়ীর
  • ইতালির স্থাপত্য প্রদর্শনীতে বাংলাদেশ থেকে যা উপস্থাপন করা হচ্ছে
  • আনচেলত্তিকে বেতনসহ সসম্মানে বিদায় দেবে রিয়াল