হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে দেখা যায় ১ কেজি মিষ্টির সঙ্গে দেওয়া প্যাকেটের ওজনই ১৮০ গ্রাম। এ অভিযানে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জেলা সদরের কোর্ট স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ সময় ‘স্বপ্নসিঁড়ি রেস্তোরাঁ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ১ কেজি মিষ্টির সঙ্গে ১৮০ গ্রাম ওজনের প্যাকেট দিতে দেখা যায়। এছাড়া দোকানটিতে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করা ছিল।

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারা অমান্য হয়েছে বিধায় দোকানমালিক আব্দুস শহীদ জিতুকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই এলাকার আল-মদিনা সুইটমিট নামে ব্যবসা প্রতিষ্ঠানে ফল বিক্রি করা হচ্ছিল, কিন্তু কোনো মূল্য তালিকা প্রদর্শিত ছিল না বিধায় আইনের ৩৮ ধারা অমান্যের অভিযোগে দোকানমালিক শাহীন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এসব তথ্য দিয়েছেন। জেলা আনসার ব্যাটালিয়নের একদল সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন। 

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত।  তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।” 

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ