স্ট্রিমিং সাইট অ্যামাজনে কয়েক দিন ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে প্রতিযোগিতামূলক এক সিরিজ। তরুণ অনলাইন দর্শকদের টিভির প্রতি আগ্রহী করে তুলছে এই সিরিজ। ‘বিস্ট গেমস’ নামের একটি অ্যামাজন প্রাইম ভিডিওর রিয়েলিটি শো নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ইউটিউবার মিস্টার বিস্ট এই টিভি অনুষ্ঠান হোস্ট করছেন। যদিও এই শো ভালোভাবে তৈরি করা কোনো টিভি শোয়ের মতো নয়। বেশ ব্যয়বহুল একটি শো তৈরি করে আলোচনায় আছেন মিস্টার বিস্ট।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলের ২৬ বছর বয়সী তরুণ জিমি ডোনাল্ডসন ইউটিউবে ‘মিস্টার বিস্ট’ নামে আলোচিত। তাঁর পাগলামি দেখা যাচ্ছে এই টিভি শোতে। সিরিজটি ইউটিউবের বাইরের দর্শকেরা দেখে আলোড়িত হচ্ছেন। মিস্টার বিস্টের পাগলামি আর ১ হাজার ১০০ জন প্রতিযোগীকে দেখা যায় এই শোতে। ১ হাজার ১০৭টি ক্যামেরার মাধ্যমে পুরো অনুষ্ঠান ধারণ করা হচ্ছে। ৫০ লাখ ডলার নগদ পুরস্কারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছেন সব প্রতিযোগী। পুরো শো অনেকটা নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’–এর মতো।

ডোনাল্ডসনের ভাষ্যে, ৫০ লাখ ডলার পুরস্কার বিনোদনের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্ক। এই শোতে দেখা যায়, নানা ধরনের প্রতিযোগিতার জন্য মিস্টার বিস্ট চ্যালেঞ্জ তৈরি করেন। নেটফ্লিক্স ডিস্টোপিয়ান সিরিজ ‘স্কুইড গেম’–এর আদলে একটি বিশাল ঘরে এই শো ডিজাইন করা হয়েছে। বিভিন্ন পর্বে বাদ পড়া প্রতিযোগীদের গর্তে ফেলে দেওয়া হয় এই শোতে!

শোতে দেখা যায়, বিলাসবহুল সব পুরস্কারের জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ খেলছেন প্রতিযোগীরা। অনেক প্রতিযোগী জীবনের বিভিন্ন সংকট ও আর্থিক বিল পরিশোধের নামে এই শোতে অংশ নিচ্ছেন। এমন গেম শো নিয়ে সমালোচনা থাকলেও ‘বিস্ট গেমস’–এর অনুষ্ঠানটি ইউটিউব ও টেলিভিশনের মধ্যে দূরত্ব মুছে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। মিস্টার বিস্ট বিভিন্ন ভিডিও তৈরিতে অনেক অর্থ ব্যয় করেন। বিস্ট গেমস তৈরিতে অনেক অর্থ ব্যয় করছেন তিনি। ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে একেকটি পর্ব ধারণ করা হয়। প্রায় ৩৬ কোটি গ্রাহকের কাছে এই শো পৌঁছে যায়।

বেশ জনপ্রিয় এখন ‘বিস্ট গেমস’। অ্যামাজন প্রাইম ভিডিওর সবচেয়ে বেশি দেখা আনস্ক্রিপ্টেড সিরিজ এটি। ২৫ দিনে ৫ কোটি দর্শক এই শো দেখেছেন। বিশ্বের ৮০টি দেশে এটি অ্যামাজন প্রাইমের ১ নম্বর শো হিসেবে আলোচনা তৈরি করেছে। এই শোয়ের কয়েক পর্ব ইউটিউবে আপলোড করা হয়েছে। লেখক অ্যাড্রিয়ান হরটন মনে করেন, এই শো টিভি ও ইউটিউবের মধ্যে পার্থক্য কমিয়ে দিচ্ছে। এই অনুষ্ঠান টেলিভিশন অনুষ্ঠানের ধরন ও কার্যকারিতা—উভয়কেই পরিবর্তন করছে। এখন অনেক বেশি দর্শক ইউটিউব টেলিভিশন স্ক্রিনে দেখেন। যুক্তরাষ্ট্রের দর্শকেরা অন্য যেকোনো যন্ত্রের চেয়ে টিভিতে বেশি ইউটিউব দেখছেন এখন।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন এ মাসে তাঁর বার্ষিক চিঠিতে লিখেছেন, ইউটিউব হলো নতুন টেলিভিশন। ইউটিউব টেলিভিশন তৈরি করছে না, কিন্তু সেভাবেই দেখা হচ্ছে। বিশ্বব্যাপী দর্শকেরা গত বছর তাঁদের টিভির পর্দায় ১০০ কোটি ঘণ্টার বেশি কনটেন্ট স্ট্রিম করেছেন। ইউটিউবের ভাষ্যে, প্রতি মাসে ৪০ কোটি ঘণ্টা অডিও পডকাস্টসহ বিভিন্ন কনটেন্ট টিভিতে দেখা হচ্ছে। ইউটিউব ২০২২ সালে বিভিন্ন সিরিজ তৈরির জন্য অরিজিনাল নামের বিভাগটি বন্ধ করে দেয়। ইউটিউব এখন শিশুদের বিনোদন নিয়ে কাজ করছে। কার্যকরভাবে ইউটিউব হয়তো নতুন ধরনের টেলিভিশন নয়, কিন্তু টিভির সঙ্গে এক হয়ে পথ চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন অ য ম জন জন প র এই শ ত র জন য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ