মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য বিচার চাইলেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে একটি পোস্ট দেন তিনি। তাতে শাকিব খান লিখেন, “জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।”  

মাগুরায় ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। গত ৬ মার্চ রাতে এ ঘটনা ঘটে। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

সাধারণ মানুষের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও বিচার চাইলেন। দুই ঘণ্টার মধ্যে তার এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৯৪ হাজার। মন্তব্য পড়েছে ৪ হাজারের বেশি। 

আরো পড়ুন:

সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে: বুবলী

বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের

ভক্ত-অনুরাগী ছাড়াও চলচ্চিত্রের অনেকে মন্তব্য করে সহমত পোষণ করেছেন। চিত্রনায়িকা পলি লেখেন, “উই ওয়ান্ট জাস্টিস।” তা ছাড়াও অভিনেতা এল আর খান সীমান্ত, নির্মাতা তপু খানসহ অনেকে মন্তব্য করেছেন। 

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’-এর টিজার। সিনেমাটিতে তার লুক প্রকাশের পর থেকেই আলোচনায় শাকিবের নতুন এই সিনেমা। পরে ১ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের সংলাপগুলোও পছন্দ করেছেন শাকিব ভক্তরা।

‘বরবাদ’ সিনেমার টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি লুকে। টিজার দেখে ধারণা করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ‘বরবাদ’। দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে সিনেমাটিতে। এতে পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্তও অভিনয় করেছেন। তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন— এবার জমজমাট লড়াই হবে।

শাকিব, যীশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। জানা গেছে, সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন বরব দ

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ