বরগুনার তালতলী উপজেলায় বিস্তৃত টেংরাগিরি বনাঞ্চল আবারও খবরের শিরোনাম হলো। বনকর্মীদের যোগসাজশে বনাঞ্চলটির গাছ উজাড় করে ফেলছে স্থানীয় গাছচোরেরা। এ বিষয়ে কয়েক দিন আগে প্রথম আলো প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করে। এর আগেও একই ধরনের প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করা হয়। এবার টেংরাগিরি নতুনভাবে আলোচনায় এল তার পাশে জাহাজভাঙা–গড়া শিল্প জোন স্থাপন শুরু হওয়া নিয়ে। বিষয়টি খুবই উদ্বেগজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৩ সালে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরে গাববাড়িয়া চরে চট্টগ্রামের সীতাকুণ্ডের পর দ্বিতীয় জাহাজভাঙা শিল্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার; কিন্তু জায়গাটি সুন্দরবনের পাশে হওয়ায় তখন এ নিয়ে পরিবেশবাদীরা তুমুল আপত্তি তোলেন। এরপর সরকার এই প্রকল্প থেকে সরে এসেছিল। এরপর ২০১৮ সালে টেংরাগিরি বনের পাশে আবার এই শিল্প জোন স্থাপনের জায়গা নির্ধারণ করে তৎকালীন সরকার। বর্তমানে এই প্রকল্পের নাম বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে ‘পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প’।

পরিবেশ সংরক্ষণ আইনেই বলা আছে, জাহাজভাঙা শিল্প ‘মারাত্মক দূষণকারী’ শিল্প। বন আইন, পরিবেশ সংরক্ষণ আইন ও বাংলাদেশ স্বাক্ষরিত জাতিসংঘের রামসার কনভেনশন অনুযায়ী, সংরক্ষিত বনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে কোনো শিল্পকারখানা, ভারী ইমারত ও স্থাপনা নির্মাণ নিষিদ্ধ; কিন্তু এই এলাকা টেংরাগিরি বনের মধ্যেই অবস্থিত। এই প্রকল্প বাস্তবায়ন করতে বনের কয়েক হাজার গাছ কাটা পড়বে।

টেংরাগিরি বনাঞ্চল হচ্ছে সুন্দরবনের পর দেশের দ্বিতীয় ম্যানগ্রোভ বন। এর আগে কক্সবাজার জেলায় আরেকটি ম্যানগ্রোভ বন ছিল। কয়েক দশক আগে সেটি ধ্বংস হয়ে গেছে। এখন টেংরাগিরিও হুমকির মুখে পড়ল। যেখানে জাহাজভাঙা–গড়া শিল্প জোন স্থাপন করা হচ্ছে ওই স্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া পায়রা, বিষখালী ও বলেশ্বর—দেশের তিনটি বৃহত্তম নদ-নদী সাগরে মিলিত হয়েছে। এলাকাটি ইলিশের প্রজনন ও বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একই সঙ্গে সাগর থেকে দেশের নদ-নদীতে ৫০ শতাংশের বেশি ইলিশ এই মোহনা দিয়ে আসা-যাওয়া করে। এটি স্পষ্ট যে পরিবেশ–প্রকৃতি, জীববৈচিত্র্য ও ইলিশ মাছের প্রজননের জন্য কতটা গুরুত্বপূর্ণ ওই স্থান।

টেংরাগিরির পাশে ওই শিল্প স্থাপনের সুযোগ কোনোভাবেই নেই। এই অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সরে আসতে হবে। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা পরিবেশ সুরক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা আশা করব, তাঁরা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন। পরিবেশের জন্য চরম আত্মঘাতী এই প্রকল্প বন্ধ করতেই হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ সরক র

এছাড়াও পড়ুন:

ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য না করার নির্দেশনা সিলেট জেলা বিএনপির

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। দলের কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
এদিকে দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার–বহিভূর্ত মন্তব্য করায় গতকাল রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। এ ছাড়া অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।

বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়। অতএব জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।

যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মীকে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্‌গার করতে দেখা গেছে। এ অবস্থায় জেলা বিএনপি একটি নির্দেশনা দিয়েছে। তা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ