স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।

সিমাগো চলতি বছরের র‌্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা দ্বিতীয় অবস্থানে থাকা পাবলিক প্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গত বছরও দ্বিতীয় অবস্থানে ছিল। প্রথম ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ সাফল্যে অনুভূতি প্রকাশ করে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড.

মো. আলিমুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটি ছোট প্রতিষ্ঠাান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে, যা অবশ্যই আমাদের জন্য গর্বের। এ অর্জন  সিকৃবি পরিবারের প্রত্যেকের।”

আরো পড়ুন:

সিলেটে আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার 

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ২ মামলা খারিজ

এ সফলতা ধরে রাখার বিষয়ে তিনি বলেন, “গবেষণার মান বৃদ্ধির জন্য আমরা বাইরের দেশের সঙ্গে কোলাবরেশন বৃদ্ধি ও অর্থায়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। সাউরেসের (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেম) মাধ্যমে ১০৫টা প্রজেক্ট দিয়েছি আমরা। কেজিএফ প্রজেক্টের কাজ চলমান। এছাড়া আমাদের শিক্ষকরা প্রায় ২৪টি হিট প্রজেক্টে অ্যাপ্লাইসহ বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। আমরা গবেষণাকে গুরুত্ব দিয়ে এ সেক্টরে ফান্ড বৃদ্ধির জন্য চেষ্টা করছি।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাউরেস কেন্দ্রিক ৩ বছর বা ১ বছরের বিভিন্ন প্রজেক্ট আমরা দিচ্ছি। এতে করে ছাত্ররা এখানে বিভিন্ন সমস্যা চিহ্নিত করবে এবং তা সমাধানের জন্য কাজ করবে।”

সিমাগো র‌্যাংকিংয়ে দেশের সেরা ১৫ বিশ্ববিদ্যালয়গুলো হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতি বছরের মার্চ মাসে এ র‌্যাংকিং প্রকাশ করে স্পেনভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে আসছে।

মূলত গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাংকিং এবং একসঙ্গে সার্বিক র‌্যাংকিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।

ঢাকা/আইনুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত য় অবস থ ন ইউন ভ র স ট আম দ র র জন য

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ