জীবনযাপনে ছিলেন কিছুটা অগোছালো। মাঝেমধ্যে রাতে বাড়ি ফিরতেন না। এ কারণে তিন দিন ধরে নিখোঁজ থাকলেও পরিবারের কেউ খোঁজ করেননি। তবে আজ বুধবার বাড়ির পাশের একটি বাগানে পাওয়া যায় তাঁর লাশ।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম ওরফে রুবেল (২৫)। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ বেলা একটার দিকে সুধারাম থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত কামরুল ইসলাম করিমপুর গ্রামের ইউছুপ নবী গাজীর ছেলে। ছেলের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত সোমবার বিকেল থেকে কামরুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁরা ভেবেছিলেন, কামরুল হয়তো শ্বশুরবাড়িতে রয়েছেন। তাই থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেননি।

ইউছুপ নবী আরও বলেন, এলাকার এক ব্যক্তি বাড়ির পাশের বাগানের ভেতর দিয়ে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, বাগানের ভেতরে বাঁশের তৈরি একটি মাচার পাশে কামরুলের লাশ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোক জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস দাশ। তিনি প্রথম আলোকে বলেন, লাশ দেখে মনে হয়েছে কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের পাশে কীটনাশকের প্যাকেট পাওয়া গেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ