ভ্রমণপিয়াসুদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির সৌন্দর্য উপভোগে প্রতিবছর অসংখ্য মানুষ সেখানে ভ্রমণে যান। তবে ভিসা পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। সেই ভোগান্তির কথা চিন্তা করে এবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাই কর্তৃপক্ষ।

দেশটির ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে আগের চেয়ে বেশি পেমেন্ট নিচ্ছে তারা। এর আগে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধাও চালু করে দেশটি।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে আগের চেয়ে বেশি পেমেন্ট নেওয়া হচ্ছে। আবেদনকারীরা নির্ধারিত কর্মদিবসে ভিসা আবেদনের পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিক চাহিদার কারণে ভ্রমণের তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যক্তিগত তথ্য যেমন- নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ যাচাই করার পরামর্শ দিচ্ছে দূতাবাস। যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম অথবা আবেদনপত্রে থাকা তথ্য পাসপোর্টের তথ্য থেকে আলাদা, তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

সম্প্রতি বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। যার ফলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।

থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিংকে https://www.

thaievisa.go.th/

উৎস: Samakal

কীওয়ার্ড: প ম ন ট গ টওয় র জন য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বৃত্তি, পাবে নবম থেকে দ্বাদশের শিক্ষার্থীরা

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-প্রফেসর ইমেরিটাস ডা. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড স্টাইপেন্ড-২০২৪–এর আওতায় বিভিন্ন শ্রেণির মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক অনুদান বা বৃত্তি প্রদান করা হবে।

কারা বৃত্তি পাবে—

১. নবম, দশম, একাদশ ও দ্বাদশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।

২. সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রী হতে হবে।

৩. আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই মেধাবী ও দরিদ্ররা আবেদন করতে পারবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আবেদন করতে যা লাগবে—

১. নবম ও দশম শ্রেণির প্রার্থীকে বিগত বার্ষিক পরীক্ষায় শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।

২. একাদশ শ্রেণির প্রার্থীকে বিগত এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।

৩. শতকরা ৮০ নম্বর প্রাপ্তির কাগজপত্র।

শিক্ষাবৃত্তির পরিমাণ—

১. নবম ও দশম ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে এক হাজার টাকা,

২. একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ১২০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

৩. সব শ্রেণির ছাত্রছাত্রীদের দেওয়া হবে এক বছরের জন্য।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫*আবেদন করতে হবে—

১. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

২. বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে:

৩. আবেদন করার শেষ তারিখ: ২০ মে ২০২৫।

৪. আবেদনপত্র যে ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুন৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন২৯ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বৃত্তি, পাবে নবম থেকে দ্বাদশের শিক্ষার্থীরা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর