সহজে জাকাতের হিসাব বের করতে সরকারিভাবে নির্মিত একটি অনলাইন ক্যালকুলেটরের কথা অনেকেই জানেন না। যাদের সম্পদের বৈচিত্র্য অনেক, তাদের জন্য খাতা-কলম নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে জাকাতের হিসাব করার কষ্ট করতে হবে না। একটি ফরমে আপনার সম্পদের ধরন ও পরিমাণ লিখুন, স্বয়ংক্রিয়ভাবে আপনার হিসাব প্রস্তুত হয়ে যাবে।
আপনার সঞ্চিত স্বর্ণ, রুপা, নগদ টাকা ও অন্যান্য সম্পদের পরিমাণ উল্লেখ করে ফরমটি পূরণ করুন। দেনা-পাওনা ও যেসব সম্পদ জাকাতের আওতার বাইরে সেগুলোকে এখানে www.
এক নজরে দেখে নিন, কী কী আছে জাকাত ক্যালকুলেটরে হিসাব করার অপশন।
১. নগদ টাকা (৫২.৫ তোলা /৬১৩ গ্রাম রুপা বা সম পরি মান বাজার মূল্য)
হাতে রক্ষিত নগদ অথবা ব্যাংকে গচ্ছিত অর্থ
শেয়ারের বর্তমান বাজার মূল্য
সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড
২. স্বর্ণ /রুপা (৭.৫ তোলা স্বর্ণ / ৮৮ গ্রাম বা ৫২.৫ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)
স্বর্ণ বা স্বর্ণের অলংকার
রুপা বা রুপার অলংকার
৩. বাণিজ্যিক সম্পদ (৫২.৫ তোলা/৬১৩ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য)
বাণিজ্যিক পণ্যের বাজার মূল্য
ব্যবসার উদ্দেশ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ির বাজার মূল্য
৪. উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ বা সেঁচে ১/২০ অংশ)
বৃষ্টির পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য
সেচের পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য
৫. পশুসম্পদ
ভেড়া বা ছাগল প্রভৃতি টাকার পরিমাণ
গরু মহিষ ও অন্যান্য পশু টাকার পরিমাণ
ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ
ব্যবসার উদ্দেশ্যে হাঁস মুরগি পালন
উল্লেখ্য ক. ভেড়া বা ছাগল ১ থেকে ৩৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৪০ থেকে ১২০টি পর্যন্ত ১টি ভেড়া/ছাগল, ১২১-২০০টি পর্যন্ত ২টি ভেড়া/ছাগল, ২০১ থেকে ৩০০টি পর্যন্ত ৩টি ভেড়া/ছাগল, এর অতিরিক্ত প্রতি ১০০টির জাকাত ১টি করে ভেড়া/ছাগল।
খ. গরু, মহিষ ও অন্যান্য গবাদিপশুর ক্ষেত্রে ১ থেকে ২৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৩০ থেকে ৩৯টি পর্যন্ত এক বছর বয়সী ১টি বাছুর, ৬০টি এবং ততোধিক হলে প্রতি ৩০টির জন্য ১ বছর বয়সী এবং প্রতি ৪০টির জন্য ২ বছর বয়সী বাছুর।
গ. ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন - এর উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, নির্মিত বাড়ি প্রভৃতির বাজার মূল্যের হিসাব হবে যেমন-৫২ তোলা রুপা (৬১৬.৩৬ গ্রাম) এর বাজার মূল্যের ২.৫% অর্থ।
আরও পড়ুনজাকাত কেন গুরুত্বপূর্ণ২০ এপ্রিল ২০২৩জাকাতের হিসাব মোট সম্পদ(টাকা) জাকাতের পরিমাণ(টাকা)
নগদ অর্থ (মোট অর্থের শতকরা ২.৫%)
স্বর্ণ বা রুপা (মোট অর্থের শতকরা ২.৫%)
বাণিজ্যিক সম্পদ (মোট অর্থের শতকরা ২.৫%)
উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ অংশ বা সেচে ১/২০ অংশ)
পশুসম্পদ
সর্বমোট জাকাতের পরিমাণ
আরও পড়ুনযাদের জাকাত দেওয়া যাবে০৭ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: উৎপ দ ত ক ষ জ ত র পর ম ণ স বর ণ আপন র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বৃত্তি, পাবে নবম থেকে দ্বাদশের শিক্ষার্থীরা
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-প্রফেসর ইমেরিটাস ডা. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড স্টাইপেন্ড-২০২৪–এর আওতায় বিভিন্ন শ্রেণির মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক অনুদান বা বৃত্তি প্রদান করা হবে।
কারা বৃত্তি পাবে—১. নবম, দশম, একাদশ ও দ্বাদশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
২. সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রী হতে হবে।
৩. আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই মেধাবী ও দরিদ্ররা আবেদন করতে পারবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আবেদন করতে যা লাগবে—১. নবম ও দশম শ্রেণির প্রার্থীকে বিগত বার্ষিক পরীক্ষায় শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।
২. একাদশ শ্রেণির প্রার্থীকে বিগত এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।
৩. শতকরা ৮০ নম্বর প্রাপ্তির কাগজপত্র।
শিক্ষাবৃত্তির পরিমাণ—১. নবম ও দশম ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে এক হাজার টাকা,
২. একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ১২০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
৩. সব শ্রেণির ছাত্রছাত্রীদের দেওয়া হবে এক বছরের জন্য।
আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫*আবেদন করতে হবে—১. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
২. বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে:
৩. আবেদন করার শেষ তারিখ: ২০ মে ২০২৫।
৪. আবেদনপত্র যে ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুন৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন২৯ এপ্রিল ২০২৫