কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ও নন-বাইনারি লেখকদের সৃজনশীলতা এবং কথাসাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ প্রথম প্রধান ইংরেজি ভাষার সাহিত্য পুরস্কার ‘ক্যারল শিল্ডস প্রাইজ ফর ফিকশন’। সম্প্রতি এ পুরস্কারের জন্য দীর্ঘ একটি গ্রন্থ তালিকা ঘোষণা করা হয়েছে। পুরস্কারের দৌড়ে আছেন ১৫ জন লেখক। চূড়ান্ত বিজয়ী দেড় লাখ মার্কিন ডলার এবং চার ফাইনালিস্ট প্রত্যেকে পাবেন ১২ হাজার ৫০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার। এ বছর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা ৩ এপ্রিল ঘোষণা করা হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে ১ মে।
মিরান্ডা জুলাইয়ের উপন্যাস ‘ক্রিয়েশন লেক’ এবং রাচেল কুশনারের ‘অল ফোর’ দীর্ঘ তালিকায় স্থান করে নিয়েছে। দুটি উপন্যাসই কথাসাহিত্যে ‘উইমেনস প্রাইজ ফর ফিকশন’-এর জন্য তালিকাভুক্ত হয়েছে। 
এলিজা ব্যারি ক্যালাহানকে ‘দ্য হিয়ারিং টেস্ট’-এর জন্য মনোনীত করা হয়েছে। ‘কিন: প্র্যাকটিক্যালি ট্রু স্টোরিজ’-এর জন্য ভি এফুয়া প্রিন্স; ‘কিউরিওসিটিজ’-এর জন্য অ্যান ফ্লেমিং; ‘অবলিগেশনস টু দ্য ওউন্ডেড’-এর জন্য মুবাঙ্গা কালিমামুকওয়েন্তো; ‘নানিকি’র জন্য ওনিয়া কেম্পাডু, ‘কোড নোয়ার’-এর জন্য ক্যানিসিয়া লুব্রিন এবং ‘লায়ারস’-এর জন্য সারাহ ম্যাঙ্গুসোকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া দীর্ঘ তালিকায় আরও আছে এরিকা ম্যাককিনের ‘সিকাডা সামার’, জুলিয়া ফিলিপসের ‘বিয়ার, রিভার ইস্ট’, আউবে রে লেসকিউর ‘রিভার ইস্ট, রিভার ওয়েস্ট’, ও সাঙ্গোয়োমির ‘মাশকারেড’, শ্যারন ওয়াহলের ‘এভরিথিং ফ্লার্টস: ফিলোসফিক্যাল রোমন্সেস’ এবং ডমিনিক ফোর্টিয়ারের লেখা ও রোন্ডা মুলিন্সের অনুবাদ গ্রন্থ ‘প্যাল ​​শ্যাডোস’। ‘দ্য স্টোন ডায়েরিস’ ও ‘আনলেস’ উপন্যাসের আমেরিকান-কানাডিয়ান লেখক ক্যারল শিল্ডসের নামানুসারে ২০২৩ সালে এই পুরস্কারের নামকরণ করা হয়। ‘হোয়েন উই ওয়্যার সিস্টার্স’ উপন্যাসের জন্য ফাতিমা আসগর এবং ‘ব্রাদারলেস নাইট’-এর জন্য ভি.

ভি. গণেশানন্থন এর আগে পুরস্কার পেয়েছেন। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: বই উপন য স র জন য

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।

মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

সম্পর্কিত নিবন্ধ