স্টেশনে ভিক্ষা করলেও স্বপ্ন ব্যাংকার হওয়ার
Published: 16th, March 2025 GMT
ষোলশহর থেকে প্রতিদিন শাটলযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে আসে ছোট্ট শিশু সুমন (৯)। বিকেল থেকে রাত পর্যন্ত হাত পেতে ভিক্ষা করে; আয় ১৫০-২০০ টাকা। তবে অন্যদের মতো পড়াশোনা করে সে হতে চায় ব্যাংকের ম্যানেজার!
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে চায়ের আড্ডার রাইজিংবিডি ডটকমের কাছে এমনই এক স্বপ্নের কথা জানায় সুমন।
সুমনের বাড়ি চট্টগ্রামের ষোলশহর এলাকায়। একমাত্র ছোটভাই আর তার মা মিলে তিনজনের পরিবার। বাবা মারা যান কয়েক বছর আগে। এরপরই পরিবারের বেহাল দশা। এখন তার মা বুয়ার কাজ করেন। আর সুমন ভিক্ষা করে যা পায়- তা দিয়ে কোনো মতে চলছে তাদের পরিবার।
আরো পড়ুন:
চবির বি ইউনিটে পাসের হার ২০ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
মূল সনদ নিলে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ নেই
শিক্ষার্থীসহ যে কেউ বন্ধুসহ স্টেশন চত্বরে বসলেই সে সহাস্যে হাত পাতে, তার প্রয়োজন কিছু টাকা। এভাবেই স্টেশন ঘুরেঘুরে টাকা তোলেন সে। অনেকে তার চাওয়া পূরণ করেন, আবার অনেকে করেন না।
স্কুলে না গিয়ে ভিক্ষাবৃত্তির কারণ জানতে চাইলে সুমন জানায়, মানুষের কাছে হাত পাততে তার অনেক লজ্জা লাগে, তবুও সে চায়। প্রতিদিন বিকেলে শাটল দিয়ে এখানে আসে, রাত ৯টায় আবার শাটল দিয়ে চলে যায়। এ সময়ে চবি শিক্ষার্থীদের কাছে হাত পেতে তার প্রতিদিন আয় হয় প্রায় ১৫০ টাকা।
“তবে আজ (শনিবার) তার আয় হয়েছে ২০০ টাকা। আমি এ টাকাগুলো মাকে দিই। মা চাল-ডাল কেনেন,”-যুক্ত করে সুমন।
সুমন বলে, “পড়াশোনা করতে আমার অনেক ইচ্ছা আছে। পড়াশোনা করে ভবিষ্যতে ব্যাংকের ম্যানেজার হতে চাই। কিন্তু আমার তো সামর্থ্য নেই। কেউ যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দেয়, আমি পড়বো।”
এদিকে, সুমনের বিষয়ে কথা হয় ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের চবির ভলেন্টিয়ার শিক্ষক ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সানু আক্তার নদীর সঙ্গে।
তিনি বলেন, “সুমনের সঙ্গে আমার এ মাসের ১২ তারিখে পরিচয় হলো। এখন তার সঙ্গে প্রতিদিন দেখা হয়। বর্তমানে ক্লাসরুম বন্ধ আছে। ঈদের পর থেকে সে ক্লাসে নিয়মিত আসবে আশা করি।”
সংগঠনটি সম্পর্কে তিনি জানান, “এক টাকায় শিক্ষা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অর্থের অভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের প্রতিটি প্রান্তের শিক্ষার্থীরা যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, সেটাই আমাদের প্রচেষ্টা।”
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে