বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনে ‘আলট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসের প্রটোটাইপ ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ প্রযুক্তির মতো অত্যাধুনিক চমক দিয়েছে।
নব্য ঘরানার স্মার্টফোনে থাকবে প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম। সঙ্গে যুক্ত এক ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর, যা সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার অভিনব সুযোগ করে দেবে। অন্যদিকে থাকবে ৭৩এমএম পোর্ট্রেট এবং ২৩৪এমএম টেলিফটো বৈশিষ্ট্যের দুটি
প্রো-লেভেল লেন্সেস।
ক্রিমি বোকেহসহ ১০ গুণ জুম ডিভাইসের স্বচ্ছতা দেবে, যা মোবাইল ডিভাইসের উন্নয়নে ধারাবাহিকতায় হবে নতুন সংযোজন। ব্র্যান্ডটি বার্সেলোনা সম্মেলনে তিন বছরের কর্মকৌশল ও পরিকল্পনা প্রকাশ করেছে। ‘মিড থেকে হাইঅ্যান্ড’ চাহিদার গুরুত্ব বুঝে নির্মাতা ব্র্যান্ড বৈশ্বিক গ্রাহক সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে।
রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, প্রবৃদ্ধির নতুন সময়ে টেকসই শর্ত অর্জনে গ্রাহকের চাহিদা পূরণে সময়োপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। নিত্যনতুন কৌশলগত পরিকল্পনায় শুধু বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে তা নয়; বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। প্রযুক্তি খাতে প্রতিনিয়ত ভোক্তার প্রত্যাশা পূরণে কাজ করে চলেছি।
অন্যদিকে, নেক্সট এআই উদ্যোগের মাধ্যমে এআই ইমেজিং, এআই এফিশিয়েন্সি এবং এআই গেমিংয়ের মাধ্যমে মানোন্নত, সহজলভ্য ও ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে গুরুত্ব দিয়েছে ব্র্যান্ডটি। আগামী তিন বছরে বিশ্বজুড়ে ১০ কোটি এআই স্মার্টফোন সরবরাহের পরিকল্পনা করেছে ব্র্যান্ডটি। তা ছাড়া জিটি সিরিজ, নম্বর সিরিজ, সি সিরিজ ও অন্য সব গ্রাহককে সেরা চিপসেট ও ব্যাটারির অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে গবেষণা বিভাগ।
ভবিষ্যতে আইকনিক আইপিএর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্য সব স্টেকহোল্ডারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে কাজ করবে ব্র্যান্ডটি। অন্তত একটি আইপির সঙ্গে কাজ করতে আগ্রহী, যা তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করবে। ২০২৫ সালে জনপ্রিয় বিনোদন ও লাক্সারি আইপির সঙ্গে অংশীজন হয়ে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করা ব্র্যান্ডটির লক্ষ্য।
সি সিরিজ ভাবনায় ‘বেটার টেক ফর ইয়ুথ’ দীর্ঘস্থায়ী ও নির্বিঘ্ন পরিষেবার প্রতিশ্রুতি দেয়, যা একই দামের স্মার্টফোনের মার্কেটে নতুন চ্যালেঞ্জ রূপে দৃশ্যমান।
তরুণদের ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্যে ব্র্যান্ডটি সবকটি স্মার্টফোন মডেলে এআই প্রযুক্তিকে ব্যবহারবান্ধব করে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ করানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ নকল ব র য ন ডট ক জ কর
এছাড়াও পড়ুন:
বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম বন্ধ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) আজ সোমবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দুপুরের পর ডিইপিজেডের সব কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। ডিইপিজেডের জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পটিতে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে তারা উৎপাদন করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। ফলে ডিইপিজেডে প্রায় ৯০টি কারখানার এক লাখের মতো শ্রমিককে ছুটি দেওয়া হয়।
বিদ্যুতের সংযোগ না থাকায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে উল্লেখ করে মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার যদি এটি অব্যাহত থাকে, তবে সংকট আরও বাড়বে। শ্রমিকেরা কাজ না করতে পেরে বিক্ষুব্ধ হলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। কোনো ধরনের নোটিশ ছাড়া এ ধরনের ঘটনায় বিদেশি প্রতিষ্ঠানগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ডিইপিজেডের নির্বাহী পরিচালক বলেন, ‘তিতাস বলছে, ইউনাইটেড পাওয়ারের কাছে বিল বকেয়া রয়েছে। তারা বকেয়া পরিশোধ করেনি। এ ব্যাপারে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলছে। কিন্তু আমাদের কথা হচ্ছে, বেপজাকে কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ করে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। এ ধরনের পদক্ষেপের আগে ডিইপিজেডের গুরুত্ব বিবেচনা করে আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সমাধান করা উচিত ছিল।’
এ বিষয়ে ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক মো. মমতাজ হাসান প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের কোনো প্রেশার নেই। প্রেশার শূন্য। কিন্তু কেন তিতাস কর্তৃপক্ষ এমনটি করল, সে ব্যাপারে এখানকার (আশুলিয়া অঞ্চলের) তিতাসের লোকজন কিছু বলতে পারেননি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে জানি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার জানামতে, বকেয়া নিয়ে কোনো ধরনের মামলা নেই। তিতাস কেন গ্যাস সরবরাহ বন্ধ করে দিল, সেটি জানা নেই।’
জানতে চাইলে তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন প্রথম আলোকে বলেন, গ্যাসের বিল বকেয়া থাকায় গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এটি সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত। দুপুরের দিকে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।