নিহত সেলিম তালুকদারের মেয়ের দায়িত্ব নিল জামায়াত
Published: 17th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের মেয়ে রোজার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
ড. শফিকুর রহমান বলেন, “এই শিশুটি নাম পরিবারের পক্ষ থেকে রাখা হয়েছিল রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সঙ্গে থাকব। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। এই শিশুর পড়ালেখা, চিকিৎসাসহ তার বিয়ের দায়িত্ব জামায়াতে ইসলামের।”
আরো পড়ুন:
বরগুনার নির্যার্তিত পরিবারের ব্যয় বহন করবে জামায়াত
ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির
তিনি আরো বলেন, “আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ মানুষের দুঃখে সাড়া দেবে। বাংলাদেশে সরকার জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠন করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা।”
জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার খুনিদের দ্রুত বিচার হোক, ন্যায় বিচার হোক দাবি করে জামায়াতের আমির বলেন, “বিচার হলেই শহিদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে। সরকার প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেটা দেওয়া হলে পরিবারগুলোর উপকার হবে। আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠন থেকে তৌফিক অনুয়ায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে গুলিবিদ্ধ হন তিনি। ১৫ দিন হাসপাতালে থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। তিনি মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না তিনি সন্তানের বাবা হবেন।
গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী কন্যা সন্তান জন্ম দেন।
ঢাকা/অলোক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাসের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি।
আরো পড়ুন:
রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর
চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল হল সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।
প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দিপা, সহ-ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
প্যানেলে আরো আছেন, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক আফনান হোসেন ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার-বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
প্যানেলে নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে আছেন- জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ।
প্যানেল ঘোষণার পর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আমরা চেষ্টা করেছি সব পর্ষদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার। প্যানেলে আমাদের সংগঠনের বাইরে জুলাইযোদ্ধা, প্রতিবন্ধী ও নারী শিক্ষার্থী এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন এমন ব্যক্তিদের রেখেছি। নির্বাচিত হলে আমাদের এ প্যানেল সব পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।”
ঢাকা/মিজান/মেহেদী