মাধবপুরে সায়হাম গ্রুপের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Published: 18th, March 2025 GMT
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপ কারখানায় কর্মরত সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ এবং পরিচালক তাসনিমা আহমেদ।
মঙ্গলবার দুপুরে নোয়াপাড়ায় কারখানার হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কারখানার সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সায়হামের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তাসনিমা আহমেদ কারখানায় কর্মরত সদস্যদের উদ্দেশে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আছেন বলেই সায়হাম আজ এগিয়ে চলছে। আপনাদের টানে আমরা শত কাজে রেখে আপনাদের কাছে চলে আসি। আপনারা আমাদের পরিবার ও সায়হামকে ভালবাসেন। আপনারা আছেন বলেই সায়হাম আছে।
সায়হামের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো.
তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে। নতুন প্রজন্মের জন্য আমাদের দেশকে বহুদূর এগিয়ে নিতে হবে। আমরা আপনাদের পরিবারের সদস্য মনে করি। দেশের জন্য কাজ করে স্মরণীয় হয়ে থাকতে চাই।
এর আগে মঙ্গলবার সকালে সায়হামের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুর পৌর শহর ও আধাঐর ইউনিয়নের লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র ইফত র ব তরণ আপন দ র আম দ র সদস য ব তরণ আপন র আহম দ
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল