হঠাৎ রেগে যাওয়া ও বেফাঁস মন্তব্য করার জন্য মাঝে মাঝেই খবরের শিরোনাম হন অভিনেত্রী জয়া বচ্চন। সম্প্রতি বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে তাঁকে। কিন্তু এবার তিনি যা করলেন তা রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে। অক্ষয় কুমারের সিনেমার নাম উল্লেখ করেই নিজের সমস্ত ক্ষোভ উগরে দিলেন অমিতাভঘরনী।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টয়লেট- এক প্রেম কথা’ সিনেমা। এটি ছিল মূলত সচেতনতামূলক সিনেমা। গ্রামের মহিলাদের শৌচাগার তৈরি করার বিষয়কে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল।  শুধু এই সিনেমা নয়, ‘প্যাডম্যান’ সিনেমার মতো মেয়েদের শারীরিক বিষয় নিয়ে সচেতনতামূলক সিনেমায় অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে।

বুধবার আলোচনা সভায় ‘টয়লেট’ সিনেমার নাম নিয়ে আপত্তি জানান জয়া। অভিনেত্রী বলেন, ‘ছবির নামটা একবার দেখুন। ছবির যদি এরকম নাম হয়, সেই ছবি কোনও দিন আমি দেখতে যাব না। এটা কোনও নাম হল? এই ছবি হয়তো এত লোকের মাঝে চারজন দেখবে, তা সত্যি খুব দুঃখজনক। একদম ফ্লপ ছবি এটি।’

অক্ষয়ের ‘টয়লেট’ সিনেমা নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও অক্ষয় কুমার এখনও এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি। অমিতাভ বা অভিষেকের পক্ষ থেকেও এ বিষয় নিয়ে মন্তব্য করতে শোনা যায়নি।

‘টয়লেট’ সিনেমার অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন ভূমি পেড়নেকর, অনুপম খের, সুধীর পাণ্ডে, দিব্যেন্দু শর্মাসহ আরও অনেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ