টিকে থাকতে হলে কী দরকার জানালেন তামান্না
Published: 22nd, March 2025 GMT
‘পরিবারিক ঐতিহ্যের ওপর ভর করে সফল হওয়া যায় না। তার মানে এও নয় যে, বহিরাগতরাই সবসময় সফল হন। প্রতিভার সঠিক ব্যবহার আর প্ররিশ্রমের মধ্যে দিয়েই সময়কে জয় করে হয়। টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। আজ যদি আমাকে সফল অভিনেত্রী বলা হয়, তাহলে নিশ্চিত থাকুন, সেটি হয়েছে পরিশ্রমী বলেই।’ অভিনয় জগতের সাফল্য পাওয়া নিয়ে সম্প্রতি এমন সোজাসাপ্টা কথাই শুনিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।
যিনি এরই মধ্যে দক্ষিণী সিনেমার পাশাপাশি জয় করেছেন বলিউডে সিনেমা দর্শকের হৃদয়। তামান্নার কথায়, শিল্পীরা হয় ‘স্বজনপোষণজাত’ বা ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’। অর্থাৎ তারা পারিবারিক ঐতিহ্য নিয়ে অভিনয়ে আসেননি। ১৫ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর বলিউডের এই মেরূকরণের বিষয়টি স্পষ্ট হয়েছে তাঁর কাছে। তাই নিজে ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’ না হওয়ায় একটা সময় দুশ্চিন্তায় ছিলেন। বারবার ভেবেছেন, নিজেকে তা হলে কোন দলে ফেলা যায়? শেষমেশ কাজের অভিজ্ঞতায় বুঝে গেছে, টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। এই গুণ না থাকলে নিজেকে প্রমাণ করা যায় না। তিনি ১৩ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। একটু একটু করে শেখা আর আত্মবিশ্বাস ধরে রেখে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়েই এতদূর আসতে পেরেছেন। সূত্র: আনন্দবাজার
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।