একসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌপথ। কর্ণফুলী, সাঙ্গু ও ডলু ছিল প্রধান নৌরুট। ব্রিটিশ ও পাকিস্তান আমলে ডলুই ছিল সাতকানিয়া, লোহাগাড়াবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম। ১৯৭৮ সাল পর্যন্ত সাতকানিয়ার মানুষ ডলু নদী দিয়ে প্রতিদিন নৌকাযোগে চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন, পণ্য পরিবহনও করতেন। এ নদীটি আন্তর্জাতিক নৌরুটের অন্তর্ভুক্ত ছিল। ফলে পাকিস্তানের করাচি ও ভারতের কলকাতা থেকে সেলাই করা ও থান কাপড় নৌকাযোগে সাতকানিয়ায় আসত ডলু নদী হয়ে।
সাতকানিয়ার সেই আন্তর্জাতিক নৌরুট ডলু নদী এখন জৌলুস হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। নাব্য হারিয়ে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে অনেক আগেই। এখন নদীতে জমেছে পলিমাটির স্তূপ। সেখানে চলছে ধান ও সবজি চাষ। খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় ঝুঁকিতে থাকে পৌর শহর রক্ষাবাঁধ। পাহাড়ি ঢলের পানি উপচে পড়ে আশপাশের গ্রাম প্লাবিত হয়, নষ্ট হয় ক্ষেতের ফসল।
পার্বত্য জেলা বান্দরবান থেকে প্রবাহিত হয়ে ডলু নদী চট্টগ্রামের লোহাগাড়া হয়ে সাতকানিয়া উপজেলায় প্রবেশ করে সাঙ্গু নদীতে পড়েছে। নদীটির দৈর্ঘ্য ৫৩ কিলোমিটার ও গড় প্রস্থ ৪৬ মিটার। নদীর প্রকৃতি সর্পাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্ব-পাহাড়ি অঞ্চলের ৬ নম্বর নদী।
সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলীপাড়ার বাসিন্দা ৯০ বছর বয়সী আব্দুল মতলব বলেন, ‘ডলু নদী আন্তর্জাতিক নৌরুটের অন্তর্ভুক্ত থাকায় ব্রিটিশ আমল থেকে নদীতে বাঁধ ও বেড়া দেওয়া যাবে না–এমন একটি সরকারি নিয়ম প্রচলিত ছিল। সে সময় পাকিস্তানের করাচি ও ভারতের কলকাতা থেকে ডলু নদী হয়ে ইঞ্জিনচালিত বড় নৌকাযোগে তৈরি পোশাক ও থান কাপড় সাতকানিয়ায় আনা হতো। পরে কাপড়গুলো বর্তমান লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চরহাট (ফকিরহাট) এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো। পুটিবিলায় ছিল পোশাক তৈরির শিল্প। সেখানে এখনও জোলাপাড়া নামে একটি পাড়া আছে।’
তিনি আরও বলেন, ‘ডলু নদী খনন করে অতীত ব্যবসার গৌরব ফিরিয়ে আনা যায়। পাশাপাশি মানুষ নিরাপদে ও কম খরচে যাতায়াত করতে পারবেন। বন্যার প্রকোপও কমে যাবে।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়াপাড়ার ৮০ বছর বয়সী আব্দুল হাকিম জানান, চট্টগ্রাম নগরীর চাক্তাই থেকে গদি নৌকাযোগে মনিহারি পণ্য ও মুদি দোকানের মালপত্র সাতকানিয়া থানা ঘাট এলাকায় আসত। পরে সড়কপথে তা চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এবং কক্সবাজারের চকরিয়ার হারবাং ও টেকনাফের হ্নীলায় নিয়ে যাওয়া হতো। স্বাধীনতার আগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুনার বাপের দোকান এলাকায় গদি নৌকাযোগে বড় জট বাঁধানো সুতার লট নিয়ে আসা হতো। এসব সুতা পৌরসভার ঘাটিয়াপাড়া এলাকায় জট খুলে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কাপড় তৈরির জন্য নিয়ে যাওয়া হতো।
পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রামপুর বনিকপাড়ার বাসিন্দা জীবন চন্দ্র ধর বলেন, ‘স্বাধীনতার আগে মিয়ানমার ও ভারত থেকে মালভর্তি জাহাজ ডলু নদী হয়ে পৌরসভার বাদশা মিয়া ও কালু মিয়ার ঘাটে ভিড়ত। বণিকরা সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করতেন। আমাদের বনিক পাড়ার লোকজন বিভিন্ন ব্যবসা করতেন। এ ঘাট দুটিতে আমরাও মালামাল আনতাম। পরে সড়কপথ উন্নত হওয়ায় নৌপথে চলাচল বন্ধ হয়ে যায়।’
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ডলু নদীর দক্ষিণে সাতকানিয়া সদর ও সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া সেতুর উত্তর পাশে হায়দারের টেক, দানুর মার ঘাট থেকে তিন খালের মুখ, পৌরসভা এলাকার নৌকা ঘাট, রামপুর বায়তুশ শরফের উত্তর পাশে ফয়েজ্জার ঘাটা এবং আমিলাইষ ইউনিয়নের হাঙ্গর মুখ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় অসংখ্য ছোট-বড় মাটির স্তুপ রয়েছে।এখানে নদীর বুকে স্থানীয়রা সবজি চাষ করেছেন। আবার অনেকেই সবজির জন্য তৈরি করা মাচাংয়ে কাপড় শুকাচ্ছেন। ছমদরপাড়া ও হাঙ্গর মুখ এলাকায় মাটির স্তুপের পাশে আট থেকে ১০ হাত প্রস্থের সরু খাল দিয়ে চলাচল করছে পানি। ভোয়ালিয়াপাড়া এলাকায় দেখা গেছে, পৌর শহর রক্ষা বাঁধটি গত বর্ষায় বন্যার পানির তোড়ে ভেঙে গিয়ে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিভিন্ন বেসরকারি হাসপাতালের বর্জ্য, পৌরসভার কাঁচা বাজারের পচে যাওয়া মাছ ও সবজির ময়লা-আবর্জনা ফেলা হয় নদীতে। ফলে নদীতে জোয়ার-ভাটার পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে গেছে।
মাছ বিক্রেতা জেলেপাড়ার বাসিন্দা বিনেন্দ্র জলদাস, সোনারাম জলদাস ও আমিলাইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বপন জলদাস জানান, বাপ-দাদার আমল থেকে ডলু নদীসহ বিভিন্ন জলাশয়ে মাছ ধরে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। তবে ডলু এখন আর নদী নেই। ডলু নদীতে পানি না থাকায় মাছও পাওয়া যায় না।’ নৌকার মাঝি পশ্চিম ঢেমশার আবদুল মন্নান মাঝি, রামপুর ওয়ার্ডের রবিশ্বর জলদাস ও সাধন জলদাস বলেন, ‘একসময় ডলু নদীতে পানি থাকায় সারা বছর নৌকা চালিয়ে সংসার চালাতে পারতাম। এখন তারা অন্য কোন পেশায়ও যেতে পারছে না। যারা শারীরিকভাবে কিছুটা সবল তারা অন্য পেশায় চলে গেছেন।’
নদী তীরবর্তী পৌরসভার রামপুর ঘাটিয়াপাড়ার আবদুল শুক্কুর, সামিয়ার পাড়ার আবদুল হাকিম ও ভোয়ালিয়াপাড়ার বাসিন্দা আবদুল গণি জানান, ‘নদীর গভীরতা কমে যাওয়ায় প্রতিবছর বর্ষায় বন্যার পানি ঘরে প্রবেশ করে। পানির স্রোত বেশি থাকলে নদীগর্ভে বিলীন হয়ে যায় ঘর-বাড়ি। তাই বন্যার সময় দুই পাড়ের মানুষ সব সময় আতঙ্কে থাকে, কখন ঘরটি নদীতে বিলীন হয়ে যায়।’ সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নওয়াব মিয়া ও নেচার আহমদ চৌধুরী জানান, নদী ভাঙন থেকে পৌরবাসীকে বাঁচাতে নদী খননে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন। তবে কোন কাজ হয়নি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.
পানি উন্নয়ন বোর্ডের (পটিয়া) উপবিভাগীয় প্রকৌশলী আনিস হায়দার খান বলেন, ‘ডলু নদী ড্রেজিংয়ের বিষয়ে বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে। এর অংশ হিসেবে এবারের ডিসি সম্মেলনে ডলু নদী খননের প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মিল্টন বিশ্বাস বলেন, ‘ডলু নদীর খননের বিষয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় আলোচনা হয়েছে। এবারের ডিসি সম্মেলনেও জেলা প্রশাসক ডলু নদী খননের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী অবগত রয়েছেন। আশা করি প্রকল্পটি পাস হলে ডলু নদীর পানি প্রবাহ আগের মত ফিরে আসবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: নদ প রসভ র এল ক য় বন য র করত ন আবদ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
দেশের মোট শ্রমিকের ৮৪ দশমিক ১ শতাংশের কোনো দায়দায়িত্ব নেয় না রাষ্ট্র । শ্রমিক হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। কোনো রকম আইনি ও সামাজিক সুরক্ষা নেই। কর্মস্থলের পরিচয়পত্র নেই। কাজের ক্ষেত্রে অন্যায়ের শিকার হলে তাদের শ্রম আদালতে মামলা করার সুযোগও নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের তথ্য অনুযায়ী, অপ্রাতিষ্ঠানিক এই শ্রমিকের সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার।
বিশালসংখ্যক শ্রমিকের প্রতি রাষ্ট্রের এ রকম অবহেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকারের গঠিত শ্রম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে গত ২১ এপ্রিল পেশ করা কমিশনের ২৫ সুপারিশের মধ্যে প্রথমে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দেশের শ্রম খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং শ্রমিকের অধিকার ও জীবনমান উন্নয়নে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গঠিত ১৯ সদস্যের কমিশনপ্রধান ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। জানতে চাইলে গতকাল তিনি সমকালকে বলেন, ‘আমরা সংস্কার কমিশনের পক্ষ থেকে অপ্রাতিষ্ঠানিক খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। শ্রম আইনে অন্য সব শ্রমিকের মতো একই অধিকার এবং সুযোগসুবিধা পাওয়ার পাশাপাশি ক্ষেত্রবিশেষে তাদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলেছি। সামাজিক সুরক্ষার আওতায় তাদের জন্য ভাতার কথা বলেছি। প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের জন্য এ সুবিধার সুপারিশ করা হয়নি। কারণ, তারা চাকরি শেষে কমবেশি কিছু আর্থিক সুবিধা পান।’
কমিশনের এ সব সুপারিশ বাস্তবায়ন করতে নিয়মিত নজরদারি রাখার কথাও জানান তিনি।
এ বাস্তবতায় আজ বৃহস্পতিবার মহান শ্রমিক দিবস পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি থাকবে। এ দিনও কাজ করতে হবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের। রাষ্ট্রীয় পর্যায়ে দিবসটি পালনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।
বিবিএসের গত নভেম্বরে প্রকাশিত সর্বশেষ জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশে কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ৬ লাখ ২০ হাজার। তাদের মধ্যে শ্রমশক্তি ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার। মোট শ্রমশক্তির ৮৪ দশমিক ১ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে।
দেশে শ্রমশক্তি বলতে ১৫ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে যারা কর্মে নিয়োজিত এবং বেকার জনগোষ্ঠীর সমষ্টিকে বোঝায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা–আইএলওর মানদণ্ড অনুযায়ী, যারা সাত দিনে কমপক্ষে ১ ঘণ্টার বেতন, মজুরি বা মুনাফার বিনিময় অথবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য উৎপাদনের কাজ করেছেন জরিপে তাদের কর্মে নিয়োজিত হিসেবে বিবেচনা করা হয়েছে। আবার যারা কর্মক্ষম কিন্তু কোনো কাজে নিয়োজিত নন, নির্দিষ্ট সময়ে কাজ খুঁজে বেড়ান এবং ওই সময়ে কাজের সুযোগ পেলে সে কাজ করতে প্রস্তুত তাদের বেকার বলা হয়েছে। এ হিসাবে দেশে বেকারের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার।
অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক কারা
আন্তর্জাতিক শ্রম সংস্থা–আইএলওর আন্তর্জাতিক শ্রম পরিসংখ্যানবিদের সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব লেবার স্ট্যাটিসিয়ান্স–আইসিএলসির সংজ্ঞা অনুযায়ী, বেসরকারি অনিবন্ধিত প্রতিষ্ঠান, ব্যক্তি বা খানামালিকানাধীন প্রতিষ্ঠান, যেগুলোর আইনি সত্তা নেই, পরিপূর্ণ হিসাব নেই, উৎপাদনের হিসাব দিতে হয় না এবং বেসরকারি ও অনিবন্ধিত–এরকম খাতকে অনানুষ্ঠানিক খাত এবং এ খাতের শ্রমিকদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বলা হয়।
মূলত কৃষি, শিল্প ও সেবা খাতে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বেশি। কৃষিতে ৯৮ দশমিক ৬৩ শতাংশ অপ্রাতিষ্ঠানিক। শিল্প খাতে ৮২ দশমিক ৭৫ শতাংশ। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বড় অংশই গ্রামে থাকেন।
বিবিএস বলছে, গ্রামের মোট শ্রমিকের ৮৭ দশমিক ৪ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। সংখ্যায় তারা ৪ কোটি ৬১ লাখ ১০ হাজার। শহরের শ্রমিকদের এ হার কিছুটা কম। ৭৪ দশমিক ৫ শতাংশ। সংখ্যায় এক কোটি ৩৫ লাখ ৭০ হাজার। নারী শ্রমিকদের ৯৫ দশমিক ৭ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করে থাকেন।
শ্রম আইনে অপ্রাতিষ্ঠানিক খাতকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ কমিশনের
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষি, গৃহশ্রমিক, অভিবাসী, স্বনিয়োজিত শ্রমিকসহ সব শ্রমিকের জন্য শ্রম আইনে সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এ লক্ষ্যে শ্রমিকদের কাজের স্বীকৃতি, পরিচয়পত্র, নিরবচ্ছিন্ন কাজ এবং আয়ের নিশ্চয়তা, মর্যাদাকর শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়। এতে আরও বলা হয়, এসব শ্রমিকের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা অফিস অথবা ডেস্ক স্থাপন করতে হবে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং কল্যাণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সব ধরনের তথ্য নিয়ে তথ্যভান্ডার করা, পরিচয়পত্র দেওয়া এবং অবসর ভাতা চালুসহ বেশ কিছু সুপারিশ করে কমিশন।
অপ্রাতিষ্ঠানিক খাতের প্রবীণ শ্রমিকদের জন্য অসরকালীন ভাতার সুপারিশ
রাষ্ট্রের নিম্নতম মজুরি বোর্ডের আওতায় বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। অবসরের পরও কিছু সুবিধা পান তারা। তবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা সারা জীবন খাটুনির পর প্রবীণ বয়সে আরও কষ্টে থাকেন। কারণ সামান্যতম কোনো সুবিধা পান না তারা। এ বিবেচনা থেকে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য অসরকালীন ভাতা বা তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। তাদের অবসরের বয়সসীমা ৬০ বছর নির্ধারণের কথা বলা হয় এতে। দরিদ্র বেকার শ্রমিকদের বয়স্কভাতা এবং তাদের প্রতিদিনের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও অন্যান্য চাহিদা বিবেচনায় বয়স্কভাতার পরিমাণ নির্ধারণের কথা বলেছে কমিশন। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পেশা ও খাত অনুযায়ী সংগঠিত হওয়া, প্রতিনিধিত্ব করা ও নিয়োগকারী, তাদের সমিতি করার সুযোগ দেওয়ার কথাও বলা হয় কমিশনের সুপারিশে।
প্রাতিষ্ঠানিকের ৫৫ খাতেও ন্যূনতম মজুরি নেই
অপ্রাতিষ্ঠানিক খাতের চেয়ে কিছুটা ভালো হলেও প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অবস্থাও খুব বেশি ভালো নয়। এখনও অনেক শিল্প খাতকে ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় আনা হয়নি। মালিকপক্ষ যা দেয়, তা মেনে নিয়ে কাজ করেন শ্রমিকরা। এরকম অন্তত ৫৫টি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি।
শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের স্বীকৃত শিল্প আছে ১০২টি।
টাইপ ফাউন্ড্রি শিল্পের মজুরি বোর্ড হয় সর্বশেষ ১৯৮৩ সালে। অর্থাৎ, গত তিন যুগ ধরে একই মজুরি চলছে এ খাতে। জানতে চাইলে সরকারের নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা ইসলাম গতকাল সমকালকে বলেন, ন্যূনতম মজুরি কাঠামোতে বর্তমানে ৪৭টি শিল্প রয়েছে। নতুন করে দুটি শিল্পকে ন্যূনতম মজুরির আওতায় আনা হবে। আরও ২০ শিল্পকে এর আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান, পেট্রোল পাম্পের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে বোর্ড গঠন হয়েছে। মালিক পক্ষ এ-সংক্রান্ত সভায় আসছে না। এ অবস্থায় করণীয় জানতে শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছে মজুরি বোর্ড।
টাইপ ফাউন্ড্রি শিল্পে তিন যুগ ধরে একই মজুরির বিষয়ে জানতে চাইলে রাইসা ইসলাম বলেন, টাইপ ফাউন্ড্রি শিল্পের আর অস্তিত্ব নেই। খাতটি হয়তো বিলুপ্ত ঘোষণা করা হবে।