রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে। দেশের মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ দেশে অঘোষিত একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট সেই শাসনের অবসান হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশ সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের দিকে অগ্রসর হবে। সেটি হতে হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকেও গণতান্ত্রিক হতে হবে। 

এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, দলের ভেতরে নেতা নয়, সদস্যরা সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবেন। যখন সদস্যরা দলের নীতি, কর্মসূচি ও পরিকল্পনায় মতামত দিতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, তখন তারা দলের সঙ্গে নিজেদের বেশি সম্পৃক্ত ভাবতে পারবেন। এমনকি তখন নিজেরা দলকে চাঁদা দিতে উৎসাহিত হবেন এবং এলাকার জনগণের কাছ থেকে দলের জন্য চাঁদা ওঠাতেও সক্ষম হবেন। কিন্তু সেটি চাঁদাবাজি হবে না, যা এখন বিরাজমান।

অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু ও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছে তখন রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে। তারা ভোটারদের সামনে তুলে ধরুক, কীভাবে নিজ দলে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করছে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি পরিপূর্ণভাবে লক্ষ্য করা যায় না। 
যেমন– সম্প্রতি গঠিত এনসিপি কীভাবে তাদের জমকালো আত্মপ্রকাশ অনুষ্ঠান করল কিংবা কোথা থেকে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টির টাকা আসছে, সেগুলো নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে পারছে না। শোনা যায়, ইফতার পার্টিতে আসনের বিনিময়ে অনুদান সংগ্রহ করা হয়েছে। এমনটা হয়ে থাকলে তা প্রকাশ করতে আপত্তি কোথায়? কারণ ‘ফান্ড রেইজিং ডিনার’ আন্তর্জাতিকভাবেই স্বীকৃত।
সবাই মানবেন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড ‘হাওয়ার ওপর’ চলবে না; অর্থ দরকার রয়েছে। সেই অর্থ অন্যের কাছ থেকেই জোগাড় হয়ে থাকে। তাহলে অর্থ কীভাবে জোগাড় হলো, সেটি বলতে আপত্তি কোথায়? পুরোনো রাজনৈতিক দলগুলো বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, হাটবাজার থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ জোগাড় করে। এটি সমর্থনযোগ্য নয়, আবার রাজনৈতিক দলগুলোর টাকাও লাগবে। তাহলে এর সমাধান কী?

একটা সহজ সমাধান হলো, দলের সদস্যদের চাঁদা ও সমর্থকদের কাছ থেকে অনুদান সংগ্রহ। বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দলের ৪০ শতাংশ ভোট আছে। তার মানে ৪ কোটি ভোটার। তারা দলের সদস্য হিসেবে নিবন্ধিত হলে এবং নিবন্ধন ফি ১ হাজার টাকা হলে দলের প্রাথমিক তহবিল হতে পারে ৪ হাজার কোটি টাকা। এরপর যদি সদস্যরা মাসে ১০০ টাকা করে চাঁদা দেয় তাহলে প্রতি মাসে ৪০০ কোটি টাকা চাঁদা সংগ্রহ হবে। এরপর অনুদান তো রয়েছেই। পার্টি ফান্ডে সংগৃহীত টাকা ফিক্সড ডিপোজিট বা বিনিয়োগ করা যেতে পারে। 

রাজনৈতিক দলগুলো যখন আর্থিকভাবে স্বাধীন হবে তখন তাদের সক্ষমতা বাড়বে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। জনগণের মতামত প্রকাশেরও সুযোগ তৈরি হবে। তারা পুরো বছর বিভিন্নভাবে তাদের মতামত দেবে। এর মধ্য দিয়ে দলের সাধারণ সদস্য থেকে সব পর্যায়ের সদস্য নেতাকর্মী এবং জনগণ রাজনৈতিক দলটিকে নিজেদের বলে ভাবতে শুরু করবে।
প্রশ্ন হলো, চাঁদা আদায়ের স্বচ্ছতা কীভাবে প্রতিষ্ঠা হবে? এ জন্য ঘন ঘন দলের সভা-সমাবেশ করা যেতে পারে। গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সমাবেশগুলোতে যারা দলকে নিয়মিত চাঁদা দেয়, তারা উপস্থিত হবে এবং তাদের সঙ্গে দলের নেতাকর্মীর যোগাযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে দলের সদস্য ও কর্মী এবং নেতারা জনগণের মনোভাব বুঝতে পারবে।

এখন বাংলাদেশ একটা নতুন অধ্যায়ের সূচনার প্রারম্ভিক পৃষ্ঠাতে রয়েছে। এই অবস্থায় আমাদের যতটা সম্ভব জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলের নেতাদের ভেতরে বোধ তৈরি হতে হবে যে এতদিন যা হয়েছে, তা ঠিক ছিল না বলেই শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়ে ১৬ বছর ক্ষমতায় থাকতে পেরেছিলেন। তাঁকে ক্ষমতা থেকে নামাতে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে।
রাজনৈতিক দলগুলো ঘিরে যে অস্বচ্ছতা দীর্ঘকাল ধরে গড়ে উঠেছে, সেটি ভেঙে ফেলার এখনই উপযুক্ত সময়। এখন রাজনৈতিক দলের নেতারা কতটা দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে জনগণের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন, সেটা তারাই ভালো বুঝতে পারবেন। তবে এর কোনো বিকল্প নেই। তারা যদি সুযোগ না নেন তাহলে যে দূরত্ব ছিল, সেই দূরত্ব আরও বাড়বে। জনগণ বোকা নয়। 
জনগণ রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সমস্যাগুলো বোঝে। কিন্তু জনগণ চায় রাজনৈতিক দলের নেতারা জনগণের সামনে এসে তাদের অবস্থান পরিষ্কার করুক এবং জনগণকে সম্পৃক্ত করুক। এবার যদি রাজনৈতিক দলগুলো নিজেদের দলের গণতান্ত্রিক অবস্থান, স্বচ্ছতা ও জবাবদিহি প্রমাণের সুযোগ নিতে না পারে তাহলে আর কখনোই তারা ঘুরে দাঁড়াতে পারবে না।
লুকোচুরি অপরাধের বিস্তার ঘটায়। দলকে অগণতান্ত্রিক, অস্বচ্ছ ও জবাবদিহিহীনের দিকে নিয়ে যায়। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হ্রাস পায় এবং কেন্দ্রীয় নেতারা বিশেষ করে ক্ষমতায় থাকা দলের বিভিন্ন পদের নেতা রাষ্ট্রীয় প্রশাসন তথা নির্বাহী বিভাগকে নিজেদের মতো করে ব্যবহারের সুযোগ পান। এর মধ্য দিয়ে তারা নিজেরা জনগণ থেকে বিচ্ছিন্ন হন এবং জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলেন।

কোনো রাজনৈতিক দলের ভেতরে কোনো নেতার আনুকূল্য বা প্রশ্রয় তৈরি হওয়া কীভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জনবিচ্ছিন্ন করে ফেলে তা আমরা অতীতে বহুবার বহু ঘটনার মধ্য দিয়ে দেখেছি। সর্বশেষ শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং কর্তৃত্ববাদী শাসকে পরিণত হওয়ার মধ্য দিয়ে নিজেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। পরিণতিতে তাঁকে দেশ ছাড়তে হয়েছে।
আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধানতম চ্যালেঞ্জ হবে এ দেশে ‘আরেকটি হাসিনা’ যাতে তৈরি না হতে পারে তা নিশ্চিত করা। 

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণত ন ত র ক ন র জন ত ক দল র ন ত র সদস য জনগণ র প রব ন দল র স ক ষমত অবস থ

এছাড়াও পড়ুন:

এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়

নেতা–কর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা: আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী’ শীর্ষক এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি। কিন্তু চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু চোখ–কান খোলা রাখেন। দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলোর আলামত ভালো না। এদিকে একটু লক্ষ রাখতে হবে।’

দেশের মানুষ সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন কী, সেটি বোঝে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই সংস্কার হোক। সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা নির্বাচন হোক, সে নির্বাচন থেকে নতুন সরকার আসুক। যে সরকার তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচন করবে। তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে (সংসদ) নিতে চায়। এটা খুব সহজ হিসাব।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন? এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন? এর পেছনে আপনি যদি মনে করেন এমনি এমনি করা হচ্ছে, তা নয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই এক–এগারোতে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা, সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা পর্যন্ত। এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রবর্তন করে।’

বিএনপি লিবারেল ডেমোক্রেসি (উদার গণতন্ত্র) চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিক। ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্ট (সংসদ) তৈরি হোক, সরকার তৈরি হোক। তারা চালাবে পাঁচ বছর। সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে। নির্বাচনে জনতা তাদের বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে। তাই তো? এই জায়গাটায় যেতে এত তর্ক–বিতর্ক কেন?

নির্বাচনের জন্য আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির শুরুতে যে ডেডলাইন (সময়সীমা), এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকবে।’

সভায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা গত এক বছরে বাংলাদেশের জন–আকাঙ্ক্ষার যে কর্মসূচি হাতে নিয়েছেন এবং পুরা জিনিসটাই আপনি সংস্কারের নামে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এত বিস্তৃতি ঘটিয়েছেন; শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন (মতামত), সংস্কারের নামে অপসংস্কার কুসংস্কার তৈরি করে নিয়ে যাবেন। একটু থামেন, আপনার তো এত ম্যান্ডেট নাই। সবকিছু নিয়েই আপনি বসে পড়েছেন। জুলাই সনদ হবে, জুলাই ঘোষণা হবে, সবই ঠিক। আর কত সময় নেবেন?

তিনি বলেন, ‘আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় যেন না ঘটে। আইনজীবীসহ সারা দেশের সকল রাজনৈতিক দলকে আবার রাজপথের আন্দোলনে শরিক হওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না।’

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এখন পর্যন্ত ঐকমত্য দেখি না, নির্বাচনের রোডম্যাপ দেখি না। গণতন্ত্রের পথে হাঁটুন, আইনজীবীরা কালো কোট পরে মাঠে নামলে কেউ থাকতে পারে না। নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিদায়ের চিন্তা করুন।’ সরকারে থাকা দুই তরুণ উপদেষ্টাকে যেন তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেই আহ্বান প্রধান উপদেষ্টার প্রতি জানান তিনি।

সভার শুরুতেই একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহফুজুর রহমান মিলন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং ফোরামের মহাসচিব কায়সার কামালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. কামাল হোসেন, মোহাম্মদ আলী, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়
  • কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে সুষ্ঠু ভোটে বাধা হতে পারে
  • মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের, জরুরি অবস্থা প্রত্যাহার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থী সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে
  • ট্রাম্পের বিরুদ্ধে লুলার প্রতিবাদে অন্যরাও শামিল হোক
  • এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র ব্যাহত হয়: মির্জা ফখরুল
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • বাঘ রক্ষায় সুন্দরবনের চারপাশে হবে সুরক্ষাবলয়: পরিবেশ উপদেষ্টা
  • মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল