বাসিয়া নদীর আবর্জনা অপসারণে ব্যয় ৬ লাখ
Published: 22nd, March 2025 GMT
বিশ্বনাথ বাজারের পাশ দিয়ে বয়ে চলা বাসিয়া নদী বর্তমানে দখল আর দূষণে বিপন্ন। বর্তমানে ছোট একটি খালের আকার ধারণ করেছে নদীটি।
বাসিয়ার তীরে অসংখ্য বাসাবাড়ি ও বাজার গড়ে উঠেছে। বাসাবাড়ি ও বাজারের ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা ফেলার একমাত্র স্থান হিসেবে বেছে নিয়েছেন এই নদীটি। ফলে নদীতে পানির বদলে কেবল আবর্জনার স্তূপ, যা পরিবেশের জন্য এক বিরাট হুমকিস্বরূপ। তবে অনেক দিন পর বিশ্বনাথে পৌরসভা বাস্তবায়ন হলেও ময়লা-আবর্জনা ফেলার কোনো স্থান নির্ধারণ হয়নি। তাই বাসিয়া নদীটিকে ডাস্টবিনে পরিণত করা হয়। অবশেষে পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবার বাসিয়া নদীর ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথ পৌরসভা কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী পাঁচ দিন চলবে এই পরিচ্ছন্নতা কর্মসূচি। কাজ করা হবে পৌরসভার টিঅ্যান্ডটি রোড মোড় থেকে উপজেলা কোর্ট পয়েন্ট পর্যন্ত। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ময়লা-আবর্জনা পরিষ্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। আর ময়লা-আবর্জনা সিলেট সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও উপসহকারী প্রকৌশলী আসিফ লৌহ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাইদ, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ