উপজেলা পর্যায়ে খোলাবাজারে চালের বরাদ্দ বাড়াচ্ছে সরকার
Published: 24th, March 2025 GMT
উপজেলা পর্যায়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার। এখন থেকে প্রতি উপজেলায় ৩ টন চালের পরিবর্তে ৪ টন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০১ একটি উপজেলায় খোলাবাজারে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগে উপজেলাপ্রতি বরাদ্দ ছিল ৩ টন। এখন থেকে সেটা ৪ টনে উন্নীত করা হবে। খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করছে সরকার।
তবে পার্বত্য অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ টন চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চলমান আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।