রাজধানীতে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার
Published: 24th, March 2025 GMT
রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণিবিতান ছাড়াও ফুটপাতের দোকানে মানুষের ভিড় বাড়ছে। ঈদের সপ্তাহ খানেক আগে যে যার মতো পরিবারসহ শেষ মুহূর্তের কেনাকাটা করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ফুটপাতে বসা বিভিন্ন স্থানের হকার মার্কেটে।
গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে সড়ক আর ফুটপাতে বসেছে চার থেকে পাঁচশত হকারের দোকান। এসব দোকানে নানা রকমের পণ্য সাজিয়ে রাখা হয়েছে। যে যার পছন্দমতো পণ্য দামাদামি করে কিনে নিচ্ছেন।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের এই ফুটপাতে নানা রকমের পণ্য কিনছেন ক্রেতারা। শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, শিশুদের পোশাক, লুঙ্গি, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ট্রাউজার, জুতা, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ, চশমা সবকিছুরই দোকান আছে এখানে। মাত্র ১০০ থেকে ৫০০ টাকায় জিন্স-গ্যাবার্ডিন প্যান্ট, বিভিন্ন ধরনের শার্ট পাওয়া যায় দোকানগুলোতে। পাঞ্জাবি মিলছে ২৫০ থেকে ১০০০ টাকার মধ্যেই। ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে রঙ-বেরঙের টি-শার্ট।
আসাদুল ইসলাম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক অফিস সহকারী এই মার্কেটে এসেছেন ঈদের কেনাকাটা করতে। এসময় সমকালকে তিনি বলেন, ‘আগামীকাল অফিস শেষেই বাড়িতে চলে যাব। তাই পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করছি। আমাদের আয় কম, বাজেটও কম। এজন্য ফুটপাতে কেনাকাটা করছি। এটাই আমাদের শপিং কমপ্লেক্স। গুলিস্তানের এই মার্কেটে ঈদ কেনাকাটার সব কিছু্রই দোকান আছে।’
স্বামী ও সন্তানদের জন্য ঈদের নতুন জামা কিনতে আসা নাদিয়া বলেন, ‘ঈদের আগে সবারই আশা পরিবারের সবাই নতুন জামা পরবে। তবে সবার সামর্থ্য তো আর সমান নয়। সকালে নিউমার্কেটে দুই ছেলের জন্য কেনাকাটা করেছি। এখন গুলিস্তানে নিজেদের জন্য কেনাকাটা করছি।’
গুলিস্তানের ফুটপাত মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতার দেখা মেলে শিশুদের দোকানগুলোতে। ১০০ থেকে হাজার টাকা পর্যন্ত শিশুদের জামা। ছেলেদের জামার দাম একটু কম হলেও মেয়েদের জামার দামে রয়েছে পার্থক্য।
গেন্ডারিয়া থেকে আসা রহিমা বলেন, ‘গুলিস্তানে জিনিসের দাম কিছুটা কম। দামাদামি করে নিলে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায়। ছেলের পাঞ্জাবি ৩০০ টাকা আর শার্ট নিয়েছি ২৫০ টাকায়। মেয়ের লেহেঙ্গার দাম বেশি। ১ হাজার টাকা চেয়েছে ৪০০ টাকা বলেছি। ৬০০–৭০০ হলে নিয়ে নেব।’
বিক্রেতা বোরহান উদ্দিন বলেন, ‘আমার এখানে সব নতুন নতুন কালেকশন। তাই কোনো কাস্টমার এলে ফিরে যায় না। আমি দামও রাখি কম। একটা জামায় ৫০ টাকা লাভ হলেই ছেড়ে দেই। যে কারণে দেখতেই পাচ্ছেন কাস্টমারের ভিড় বেশি।’
এছাড়াও গুলিস্তানের ফুটপাত মার্কেটে জামা-কাপড়ের মতো জুতার চাহিদাও অনেক। সব বয়সের মানুষের জুতা পাওয়া যায় এখানে। দোকানগুলোতে জুতার সাজানো আছে ক্রেতাদের আকৃষ্ট করতে। ভিড়ও লক্ষ্যে করা যাচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা জানান, একটু কম দামি জুতা বেশি বিক্রি হয়।
বিক্রেতা ইমরান হোসেন বলেন, ‘ফুটপাতে নিম্ন ও মধ্যবিত্তের চাহিদা অনেক। তাই সবার বাজেট অনুসারেই কাপড় আছে। সকাল থেকে বিক্রি শুরু হয়। তবে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা একটু বেশি হয়। তখন মানুষ বাড়ে। চাঁদরাতের মধ্যে সব বিক্রি হয়ে যাবে আশা করছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র ক ন ক ট ফ টপ ত ফ টপ ত র জন য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন