এড়িয়ে চলুন ধূমপান, সেই সঙ্গে জেনে নিন কী খাবেন
Published: 25th, March 2025 GMT
আর্থ্রাইটিস আক্ষরিক অর্থে হাড়ের জয়েন্টগুলিতে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া বোঝায়। জয়েন্টগুলি হল যেখানে দুটি হাড় মিলিত হয়, যেমন কনুই, আঙ্গুল বা হাঁটু। আর্থ্রাইটিসের প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে ব্যথা, শক্ত হওয়া, চলাফেরার সীমিত পরিসর এবং জয়েন্টগুলোতে এবং আশেপাশের টিস্যুতে ফুলে যাওয়া।
অস্টিওআর্থ্রাইটিস হল সমস্ত আর্থ্রাইটিসের মধ্যে সবচেয়ে সাধারণ, অন্যটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস (PsA)। তবে ধূমপান রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায় এবং বিদ্যমান আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে।
যদিও আর্থ্রাইটিসের কোনও সুপরিচিত প্রতিকার নেই, তবুও ব্যথা কমানোর ওষুধ, প্রদাহ-বিরোধী ওষুধ এবং প্রদাহ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্যকারী খাদ্যের সাহায্যে এই ব্যথা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে ব্যথা কমাতে আর্থ্রাইটিস ডায়েটের ভূমিকা সুপরিচিত।
আর্থ্রাইটিসের জন্য যেসব খাবার খাবেন
মাছ: চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। স্যামন, টুনা এবং সার্ডিন খাওয়া শক্ত হওয়া এবং ফোলাভাব দূর করতে সাহায্য করে। তাই মাছ আর্থ্রাইটিসের ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিনস: নিয়মিত বিনস খাওয়া অনেক দিক থেকেই অত্যন্ত উপকারী। লাল বিনস, কিডনি বিনস, পিন্টো বিনস ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টের দুর্দান্ত উৎস। তাছাড়াও, এই বিনসগুলি সিআরপি (সি-রিঅ্যাকটিভ প্রোটিন) এর মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এইভাবে জয়েন্টের প্রদাহ এবং ফোলাভাব নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাদাম এবং বীজ: ডাক্তার এবং পুষ্টিবিদরা বাদাম এবং বীজ খাওয়ার পরামর্শ দেন কারণ এগুলি শক্তি বৃদ্ধি করে। আর্থ্রাইটিস রোগীদের জন্য, এগুলি মনোআনস্যাচুরেটেড ফ্যাটের কারণে প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যদিও বাদাম, পেস্তা এবং পাইন বাদামের মতো বাদাম উচ্চ ক্যালোরিযুক্ত হতে পারে, তবে নিয়মিত দৈনিক গ্রহণ করা প্রয়োজন।
বেরি: অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ, বেরি প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং জয়েন্টের স্বাস্থ্য রক্ষা করে।
পাতাযুক্ত সবুজ শাক: পালং শাক, ব্রোকলি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হাড়কে শক্তিশালী করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
সাইট্রাস ফল: কমলালেবু, লেবু এবং লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন উৎপাদন এবং সুস্থ তরুণাস্থি বজায় রাখার জন্য অপরিহার্য।
আদা এবং রসুন: আদা এবং রসুনের প্রাকৃতিক প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এগুলি দীর্ঘকাল ধরে প্রাকৃতিক এবং সামগ্রিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
আস্ত শস্যদানা: বাদামী চাল, কুইনোয়া এবং ওটস ফাইবারের চমৎকার উৎস, যা প্রদাহের একটি চিহ্নিতকারী সি-রিঅ্যাকটিভ প্রোটিন (CRP) এর মাত্রা কমাতে পারে।
জলপাই তেল: জলপাই তেলে ওলিওক্যান্থাল থাকে, যা আইবুপ্রোফেনের মতো প্রদাহ-বিরোধী প্রভাব রাখে। এটি মাখন বা অন্যান্য কম স্বাস্থ্যকর তেলের একটি চমৎকার বিকল্প।
গ্রিন টি: পলিফেনলের একটি শক্তিশালী উৎস, গ্রিন টি প্রদাহ কমায় এবং তরুণাস্থি ধ্বংসের গতি কমিয়ে দেয়।
পুষ্টিবিদরা বিশ্বাস করেন যে নিয়মিতভাবে আপনার খাদ্যতালিকায় এগুলি অন্তর্ভুক্ত করলে বাতের ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে।
আর্থ্রাইটিসের জন্য যেসব খাবার এড়িয়ে চলতে হবে
তামাক: তামাক এবং তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে, যার মধ্যে কিছু রোগ জয়েন্টগুলিকে প্রভাবিত করে। ধূমপায়ীদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে ।
ভাজা খাবার: ভাজা খাবার কমিয়ে ফল ও শাকসবজি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটি হল জয়েন্টের ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি পাওয়া।
প্রক্রিয়াজাত এবং চিনিযুক্ত খাবার: চিনি এবং প্রক্রিয়াজাত খাবার বেশি পরিমাণে AGEs (অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট) এর মাত্রা বৃদ্ধি করে, যা সাইটোকাইন উৎপাদনকে ট্রিগার করে। সাইটোকাইন হল প্রদাহজনক বার্তাবাহক যা আর্থ্রাইটিসের ফোলাভাব এবং ব্যথা বৃদ্ধি করে।
দুগ্ধজাত দ্রব্য: দুগ্ধজাত দ্রব্যে থাকা প্রোটিনের ধরণের কারণে প্রদাহ এবং জয়েন্টে ব্যথা হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে, প্রোটিন জয়েন্টের চারপাশের টিস্যুতে জ্বালাপোড়া করতে পারে। তাই আর্থ্রাইটিস এড়াতে খাবারের তালিকায় দুগ্ধজাত দ্রব্যও অন্তর্ভুক্ত করা হয়।
লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস: এগুলিতে স্যাচুরেটেড ফ্যাট এবং নাইট্রাইট এবং পিউরিনের মতো প্রদাহজনক যৌগগুলি বেশি থাকে, যা আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
ট্রান্স ফ্যাট: ভাজা খাবার, মার্জারিন এবং প্যাকেটজাত খাবারে পাওয়া যায়, ট্রান্স ফ্যাট প্রদাহ বাড়ায় এবং আপনার খাদ্যতালিকা থেকে এগুলি বাদ দেওয়া উচিত।
পরিশোধিত কার্বোহাইড্রেট: সাদা রুটি, পাস্তা এবং অন্যান্য পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে প্রদাহ বৃদ্ধি পায়।
অতিরিক্ত অ্যালকোহল: অ্যালকোহলে, বিশেষ করে বিয়ারে, পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, যা আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তোলে।
উচ্চ-সোডিয়ামযুক্ত খাবার: টিনজাত স্যুপ, চিপস এবং প্রক্রিয়াজাত খাবারের মতো লবণযুক্ত খাবার জল ধরে রাখার ক্ষমতা বাড়াতে পারে, যার ফলে জয়েন্টের ফোলাভাব আরও খারাপ হতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ য য কর ত দ রব য র জন য র একট
এছাড়াও পড়ুন:
অধ্যাপক ইউনূসের সংস্কারের অঙ্গীকারের এক বছর পরেও কারাগারে সাংবাদিকেরা: সিপিজে
সাংবাদিক ফারজানা রুপা চলতি বছরের ৫ মার্চ ঢাকার একটি জনাকীর্ণ আদালতে আইনজীবী ছাড়াই দাঁড়িয়েছিলেন। বিচারক তাঁর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করছিলেন। ইতিমধ্যে অন্য মামলায় কারাগারে থাকা এই সাংবাদিক শান্তভাবে জামিনের আবেদন জানান। ফারজানা বলেন, ‘ইতিমধ্যে আমার বিরুদ্ধে এক ডজন মামলা দেওয়া হয়েছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটি মামলাই যথেষ্ট।’
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বেসরকারি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার বিরুদ্ধে ৯টি হত্যা মামলা রয়েছে। আর তাঁর স্বামী চ্যানেলটির সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদের নামে রয়েছে আটটি হত্যা মামলা।
এক বছর আগে ছাত্রদের নেতৃত্বে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বিক্ষোভ চলাকালে দুজন সাংবাদিক নিহত হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূস গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের অধীন সাংবাদিকদের লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের নভেম্বরে ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সাংবাদিকদের বিরুদ্ধে তাড়াহুড়ো করে হত্যার অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও বলেছিলেন, সরকার তখন থেকে এ ধরনের পদক্ষেপ বন্ধ করে দিয়েছে। মামলাগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কিন্তু প্রায় এক বছর পর এখনো সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু কারাগারে আছেন। হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। বিগত সরকারের প্রতি সহানুভূতিশীল হিসেবে ব্যাপকভাবে পরিচিত সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের বারবার ব্যবহারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সেন্সরশিপ বলেই মনে হচ্ছে।
এ ধরনের আইনি অভিযোগ ছাড়াও সিপিজে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা, রাজনৈতিক কর্মীদের কাছ থেকে হুমকি এবং নির্বাসনের ঘটনা নথিভুক্ত করেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমপক্ষে ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্ত করছে। এই অভিযোগ সাবেক শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়ে আসছে।
সিপিজের আঞ্চলিক পরিচালক বেহ লিহ ই বলেন, ‘চারজন সাংবাদিককে বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই এক বছর ধরে কারাগারে আটকে রাখা অন্তর্বর্তী সরকারের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ঘোষিত প্রতিশ্রুতিকে দুর্বল করে।’ তিনি আরও বলেন, ‘প্রকৃত সংস্কার মানে অতীত থেকে বেরিয়ে আসা, এর অপব্যবহারের পুনরাবৃত্তি নয়। যেহেতু আগামী মাসগুলোতে দেশে নির্বাচন হতে চলেছে, তাই সব রাজনৈতিক দলকে সাংবাদিকদের খবর প্রকাশের অধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে।’
আইনি নথি ও প্রতিবেদন নিয়ে সিপিজের এক পর্যালোচনায় দেখা গেছে, এফআইআর নথিভুক্ত হওয়ার অনেক পর সাংবাদিকদের নাম প্রায়ই এতে যুক্ত করা হয়। মে মাসে জাতিসংঘের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, গত বছরের বিক্ষোভের পর ১৪০ জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
শ্যামল দত্তের মেয়ে শশী সিপিজেকে বলেন, তাঁর বাবার বিরুদ্ধে এখন কতগুলো মামলা চলছে, পরিবার তার হিসাব রাখতে পারেনি। তাঁরা অন্তত ছয়টি হত্যা মামলার কথা জানেন, যেখানে শ্যামল দত্তের নাম আছে। মোজাম্মেল বাবুর পরিবার ১০টি মামলার কথা জানে। ফারজানা রুপা ও শাকিল আহমেদের পরিবার সিপিজেকে জানিয়েছে, তারা পাঁচটি মামলার এফআইআর পাননি, যেখানে একজন বা অন্য সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে। এর মানে হলো তাঁদের কেউই জামিনের আবেদন করতে পারছেন না।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ও পুলিশের মুখপাত্র এনামুল হক সাগরকে ই–মেইল করে সিপিজে। তবে তাঁরা সাড়া দেননি বলে সিপিজের নিবন্ধে উল্লেখ করা হয়।