ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী
Published: 26th, March 2025 GMT
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করেছেন তরুণ অভিনেত্রী ঊর্মী আহমেদ। ‘বউ ভাড়া হবে’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’ শিরোনামের নাটক দুটির একটি প্রচার হবে চ্যানেল আইতে, অন্যটি আরটিভিতে।
মোশাররফ করিম তার ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর বিপরীতে কাজ করেছেন। তার মধ্যে অনেক নতুন অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে কুড়িয়েছেন প্রশংসা। সেই তালিকায় যুক্ত হলেন ঊর্মী।
এই তরুণ অভিনেত্রী বলেন, “এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মো.
আরো পড়ুন:
বর্ষার বক্তব্য নিয়ে তারকাদের সমালোচনা
তামিমের সুস্থতায় তারকাদের প্রার্থনা
মোশাররফ করিমের প্রশংসা করে ঊর্মী বলেন, “অনেক কিছু শিখেছি, জেনেছি। তিনি খুবই মিশুক। নতুনদের জন্য খুবই হেল্পফুল মোশাররফ করিম ভাই। তার সঙ্গে কাজ করে আমার দারুণ লেগেছে। মন দিয়ে দুটি নাটকের কাজ করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।”
বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে ঊর্মী আহমেদের। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন।
ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘লাভ অ্যান্ড রিভেঞ্জ’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্বল’, ‘বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘বৃষ্টি এলো প্রেম এলো’ প্রভৃতি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঊর্মী। রায়হান রাফী নির্মিত ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তিনি। তার অভিনীত ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ক জ কর
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।