দেখতে দেখতে শেষ হয়ে এলো পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার ও স্বজনদের কাছে ছুটছে মানুষ। তাদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া রাইজিংবিডিকে বলেছেন, “ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এবারের ঈদে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। অধিকাংশই সড়কপথে যাবেন। এজন্য আমরা পুলিশের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছি।”

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক বা হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি হুইলারের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফিডার রোডে চলতে পারবে থ্রি হুইলার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলো ৪ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিন শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে। খোলা ট্রাক ও ছাদে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে যাত্রী সাধারণকে। ওভারটেকিং এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালাতেও বলা হয়েছে। চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালাতে পরিবহন মালিকদের বলা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদয ত র হ ইওয

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ