মৌলভীবাজারে এখনো লেবুর দাম অনেকের নাগালে নেই
Published: 30th, March 2025 GMT
মৌলভীবাজারের বাজারে নতুন কিছু লেবু আসতে শুরু করেছে। এতে লেবুর দাম কিছুটা কমার দিকে। তবে যে দাম আছে, তা এখনো অনেকের নাগালের বাইরে।
বড় আকারের পরিপক্ব, রসালো লেবুর জোগান একেবারেই কম। জোগান না থাকায় পরিপক্ব লেবুর দাম রোজার আগে থেকে যা ছিল, এখনো একই রকম আছে। যে লেবু এখন বাজারের চাহিদা পূরণ করছে, তার অনেকটাই অপরিপক্ব, পুরোপুরি রস হয়নি। বাজারে নতুন লেবু ওঠায় মাঝারি ও ছোট লেবুর হালি (চারটা) আকার অনুযায়ী ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এই সময়ে (শুকনো মৌসুমে) মৌলভীবাজারে প্রাকৃতিকভাবেই লেবুর উৎপাদন কম হয়ে থাকে। উপরন্তু এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই। অন্য সময় ফাল্গুন মাসে দু-এক পশলা বৃষ্টি হয়ে যায়। তাতে বাগানের লেবুগাছে ফুল-ফল চলে আসে। পর্যায়ক্রমে বাজারে লেবুর জোগানও বাড়তে থাকে, সংগত কারণেই দাম কমতে থাকে। এবার একদিকে কম উৎপাদনের মৌসুম, অন্যদিকে রোজা এবং ঈদ চলে আসায় বাজারে চাহিদার চাপ আছে। এতে বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঈদ উপলক্ষে লেবুর দাম রোজার আগের মতো না বাড়লেও আপাতত যতটুকু কমেছে, ঈদের সময়টিতে তার বেশি খুব একটা কমবে না।
শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার সবজির আড়ত ঘুরে দেখা গেছে, খুব অল্পই লেবু তোলা হয়েছে আড়তের দোকানগুলোতে। একই দিন বিকেলে শহরের অন্যতম দুটি কাঁচাবাজার টিসি মার্কেট ও পশ্চিমবাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সময় যেমন সব খুচরা সবজি বিক্রেতার কাছে বিভিন্ন রকম সবজির পাশাপাশি কমবেশি লেবু থাকে, বেশির ভাগ বিক্রেতার কাছেই সে রকম লেবু নেই। ব্যবসায়ীদের মধ্যে যারা নিয়মিত ও প্রধান পণ্য হিসেবে লেবু বিক্রি করেন, তাঁরাই বিভিন্ন টুকরিতে বিভিন্ন আকারের লেবু সাজিয়ে রেখেছেন।
এই ব্যবসায়ীরা বলছেন, ১০-১২ দিন ধরে লেবুর দাম কিছুটা কমেছে। প্রতি হালি লেবুতে আকারভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে বড় আকারের পরিপক্ব, রসাল লেবুর দাম রোজার আগের মতোই আছে। রোজার আগে যে বড় লেবু খুচরা বাজারে ১৬০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে, এখনো সে রকমই আছে। তবে বড় আকারের লেবুর জোগান বাজারে নেই বললেই চলে।
টিসি মার্কেটের খুচরা লেবু বিক্রেতা মো.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৪২ হেক্টর জমিতে লেবু চাষ হয়ে থাকে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়ার লেবুচাষি জনক দেববর্মা প্রথম আলোকে বলেন, ‘লেবুর দাম একটু কমছে। কিন্তু কোয়ালিটি (পুষ্ট ও রসাল) লেবুর দাম কমেনি। কোয়ালিটি লেবুর দাম এখনো পাইকারি ১৫ টাকার (একটা) কম বিক্রি হচ্ছে না। রোজার শুরুতে যে সাইজের (বড়) লেবু বেচছিলাম, এখন নাই। কিছু বাগানমালিক কোয়ালিটির লেবু রেখেছেন, এখন বিক্রি করছেন।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন, গত বছর এই সময় (চৈত্র মাসে) একেকটি বাগান থেকে প্রতিদিন দু-তিন ঠেলা লেবু বিক্রি করা গেছে। ফাল্গুন মাসে দু-তিনবার বৃষ্টি হয়েছিল, তাই ফসল ধরেছিল। এবার এখনো বৃষ্টির দেখা মিলছে না।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ
রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”
শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।
এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকা/শংকর/মেহেদী