‘সিকান্দার’ হিট নাকি ফ্লপ? বক্স অফিস কী বলছে
Published: 4th, April 2025 GMT
ঈদে ধুমধাম করে মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। ভাইজানের ছবি, তা-ও আবার ঈদের সময়। গত রোববার মুক্তিপাপ্ত ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদস। অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। ফলে সবার নজর ছিল বক্স অফিসের দিকে। মুক্তির চার দিনে বক্স অফিস থেকে আদৌ কতটা নিজেদের ঝুলিতে ঢোকাতে পারলেন নির্মাতারা? ‘সিকান্দার’ হিট, না ফ্লপ তা একবার দেখে নেওয়া যাক।
বলিউডের খান তারকাদের ‘স্টারডম’ ক্রমেই অস্তাচলে যাচ্ছে বলে অনেকের ধারণা। তাঁদের ছবির বক্স অফিসের হাল এ কথাই বলছে। এর আগে আমির খানের দুটি ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। সালমান খানেরও একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে।
‘সিকান্দার’ ছবির হালও বেশ খারাপ। চার দিন হলো ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসের আয় ক্রমেই কমের দিকে দেখা যাচ্ছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘টাইগার ৩’ সিনেমা প্রথম সপ্তাহান্তে ১৪৮ দশমিক ৫০ কোটি আয় করেছিল। তবে ‘সিকান্দার’ ছবিটি এর চেয়ে কয়েক মাইল পেছনে আছে।
‘সিকান্দার’–এ সালমান খান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।