চট্টগ্রামের সাতকানিয়ায় বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনা সালিশে রফা করে দিয়েছেন স্থানীয় সমাজপতিরা। এ ঘটনায় অভিযোগ ওঠা মো. আজিজকে (৫৫) ১০ বার কান ধরে উঠবস করানো হয়। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সমাজচ্যুত করা হয়। এমন একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গ্রামে বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় আজিজ। বিষয়টি নিয়ে বুধবার বিকেলে সালিশে বসেন এলাকার সমাজপতিরা। সেখানেই মীমাংসার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ফেসবুকে ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। 

ভুক্তভোগী বাক্‌প্রতিবন্ধী নারীর বড় ভাই জানান, ঘটনার দিন রাতে তারা কেউ বাড়িতে ছিলেন না। এই সুযোগে আজিজ বাড়িতে ঢুকে তাঁর বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তি টের পেয়ে তাঁর ছোট ভাই ও প্রতিবেশীরা এসে আজিজকে আটক করেন। পরে কৌশলে সে পালিয়ে যায়। পরদিন স্থানীয় সমাজপতিরা সালিশি বৈঠকের মাধ্যমে তাকে কান ধরে উঠবস করানো, জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করে বিষয়টি মীমাংসা করে দেন। জরিমানার ২০ হাজার টাকা তাদের দিতে চাইলেও তারা তা গ্রহণ করেননি। 

তিনি আরও জানান, আগেও বেশ কয়েকবার আজিজ তাঁর বোনকে ধর্ষণের চেষ্টা করেছে। একবার তাকে হাতেনাতে ধরতে পারেননি। আরেকবার পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আজিজকে পাশের একটি বিল থেকে আটক করা হয়। তখন আজিজের সঙ্গে ঝগড়া ও মারামারি হয়েছিল। বিষয়টি তার স্ত্রী ও পরিবারকে জানানো হয়েছিল।

চরতী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিনও সালিশে অংশ নেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি আবদুল মন্নান, জামাল উদ্দিন, মোরশেদুল আলম টিপু, নুরুল আলম সওদাগর ও  আলী নবী লেদুদের নিয়ে সালিশে বসি। সেখানেই বিষয়টির সমাধান করা হয়।’
তিনি বলেন, আজিজকে ধর্ষণচেষ্টার শাস্তি হিসেবে ১০ বার কান ধরে উঠবস করানো হয়। মাটিতে সেজদা দেওয়ানোর পর ২০ হাজার টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সামাজিক কোনো অনুষ্ঠানে তাকে অংশ নিতে নিষেধ করা হয়েছে। 

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ষয়ট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ