বয়স ১৪০ ছোঁয়ার দাবি প্রবীণ আফগানের, খতিয়ে দেখছে তালেবান
Published: 5th, April 2025 GMT
আফগান নাগরিক আকেল নাজির দাবি করেছেন, তাঁর বয়স হয়েছে ১৪০ বছর। নাজিরের এমন দাবিতে হইচই পড়ে গেছে। খতিয়ে দেখছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। দাবি সত্য প্রমাণিত হলে নাজির হবেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের পার্বত্য খোস্ত প্রদেশে বসবাস করেন নাজির। তাঁর দাবি, তিনি ১৮৮০–এর দশকে জন্ম নিয়েছেন। ১৯১৯ সালে তৃতীয় অ্যাংলো–আফগান যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ত্রিশের কোটায়।
নাজির দাবি করেন, ব্রিটিশবিরোধী ওই সংঘাতের শেষে তিনি আফগানদের নেতা বাদশাহ আমানুল্লাহ খানের সঙ্গে থেকে উদ্যাপনের কথা মনে করতে পারেন। বাদশাহ আমানুল্লাহ পূর্ণ স্বাধীনতার প্রত্যাশায় ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন।
স্মৃতি হাতড়ে নাজির বলেন, ‘ওই সময় আমি বাদশাহ আমানুল্লাহ খানের সঙ্গে প্রাসাদে ছিলাম। তখন আমার বয়স ৩০ ছাড়িয়েছে। তাই আমি ব্রিটিশদের পালিয়ে যাওয়া মনে করতে পারি।’
নাজির আরও বলেন, ‘সবাই খুব খুশি হয়েছিলেন। ব্রিটিশদের তাড়ানোয় বাদশাহ আমানুল্লাহকে ধন্যবাদ জানিয়েছিলেন। তখন আরও অনেক নেতা আমাদের সঙ্গে প্রাসাদে গিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা আর কেউ বেঁচে নেই।’
তবে নিজের দাবির সপক্ষে নাজিরের কাছে কোনো নথিপত্র নেই। তাই নাজিরের এই দাবির বিষয়ে যাচাই করছে তালেবান প্রশাসন।
তালেবানের প্রাদেশিক মুখপাত্র মুস্তাগাফার গুরবাজ বলেন, ‘নাজিরের সঠিক বয়স শনাক্ত ও যাচাই করতে একটি বিশেষ নাগরিক নিবন্ধন দল পাঠানো হয়েছে। যাচাইয়ে সত্য প্রমাণিত হলে আমরা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে তাঁর স্বীকৃতির জন্য কাজ করব।’
খোস্ত প্রদেশের পার্বত্য এলাকায় বড় একটি পরিবারে নাজিরের বসবাস। ওই পরিবারে কয়েকটি প্রজন্মের মানুষ রয়েছে। পরিবারের সদস্যরাও নাজিরকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলে মনে করেন।
নাজিরের নাতি খায়াল ওয়াজির বলেন, ‘আমার বয়স ৫০ বছর হয়ে গেছে। তিনি আমার দাদা। আমারও নাতি–নাতনি রয়েছে।’
আরেক নাতি আবদুল হাকিম বলেন, ‘সরকারের কাছে আমার অনুরোধ, আমার দাদার যে ১৪০ বছর বয়স হয়েছে, সেটা প্রমাণে আইডি কার্ড দেওয়া হোক। কিংবা অন্য কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সেটা প্রমাণ করে নথি দেওয়া হোক।’
নাজিরের ছেলে খায়াল নাজির জানান, তাঁর ভাই আর দুই বোনের বয়স ১০০ বছর হতে চলেছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ধরা হয় ব্রাজিলের ইনাহ কানাবারো লুকাসকে। তিনি পেশায় নান (খ্রিষ্ট ধর্মসেবক) ছিলেন। গত জুনে তাঁর বয়স ১১৬ বছর ছুঁয়েছে। নাজিরের দাবি সত্য হলে তিনি লুকাসের চেয়ে দুই দশকের বেশি বড় হবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ব র সবচ প রব ণ র বয়স আফগ ন
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ