কানাডায় আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম ফেডারেল নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। টরোন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তিনি। 

এবারের নির্বাচনে ডা. তরুনই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি চিকিৎসক ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডা.

তরুন জন্মগ্রহণ করেন বাংলাদেশের খুলনা জেলায়। কর্মজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে তিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন ক্যাম্পে কর্মরত ছিলেন। কানাডায় আসার আগ পর্যন্ত রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন ডা. তরুন। কানাডায় তিনি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন।

ডা. তরুন কানাডার টরেন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। ডা. তরুনের লক্ষ্য একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ কমিউনিটি যেখানে সবাই সমৃদ্ধি লাভ করবে। উন্নত স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ব্যবসার সমর্থন এবং পরিশ্রমী পরিবারগুলোর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডা. তরুন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরোন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সামিতকে খেলাতে কানাডার অনুমতি পেল বাফুফে

ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন কানাডা প্রবাসি ফুটবলার সামিত সোম। এরপর তাকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে বৃহস্পতিবার একটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে।

সামিতকে খেলানোর বিষয়ে কানাডা ফুটবল ফেডারেশনের থেকে অনুমতিপত্র পেয়েছে বাফুফে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আজ সকালে কানাডা ফুটবল ফেডারেশন সামিতের অনাপত্তিপত্র পাঠিয়ে চিঠি দিয়েছে।’

আগামী জুনে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলারও চেষ্টা চালাচ্ছে বাফুফে। সামিতকে জুনে বাংলাদেশের জার্সিতে অভিষেক করানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফেডারেশন। ওই প্রক্রিয়ার বড় কাজ হলো সামিতের বাংলাদেশের পার্সপোর্ট প্রস্তুত করা।

কানাডা থেকে সামিতের খেলার অনাপত্তিপত্র পাওয়ায় বাফুফে এখন পার্সপোর্টের আবেদন করবে বলে জানিয়েছেন ফাহাদ, ‘আগামীকাল তার পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর ফিফায় আবেদন করা হবে। ১০ জুন ঢাকায় তাকে ম্যাচ খেলানোর জন্য ফেডারেশন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ