ভারতের ট্রান্সসিপমেনট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা
Published: 10th, April 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘হঠাৎ করে ট্রান্সসিপমেনট বাতিল করেছে ভারত। তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের ট্রান্সসিপমেনট বাতিল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার জন্য ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) মঙ্গলবার সেই আদেশ বাতিল করে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক তিন মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার আরও সময় পাচ্ছি। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারব।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ জানিয়েছে চীন। বুধবার (৩০ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।
সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবারিত সম্ভাবনা রয়েছে। দেশের ৫৫টি ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, দেশের ক্রীড়াব্যবস্থায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে চীনের সহায়তা এবং কোচ ও খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আশাবাদী মন্তব্য করে বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় করতে তারা বাংলাদেশে একটি নারী ফুটবল দল পাঠাতে চান। পাশাপাশি তিনি চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকেও আমন্ত্রণ জানানোর কথা জানান।
এছাড়া, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও চীন প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।