ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘গতকালই (বুধবার) বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে; এমনকি সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করব।’

নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন ঘাটতি না হয়, সে লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও যেন কোনো ঘাটতি না হয়, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০২০ সালের ২৯ জুন আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করে।

এই পরিপ্রেক্ষিতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি–সংক্রান্ত—এসব নিয়ে কাজ হচ্ছে। আশা করছি, সমস্যা কাটিয়ে ওঠা যাবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে একধরনের দাবি উঠেছে যে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট বাতিল করা যায় কি না, এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটি তাঁর বিষয় নয়; তাঁর কাজ হচ্ছে সক্ষমতা বৃদ্ধি।

ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করায় একরকম তাৎক্ষণিক সুরক্ষা পাওয়া যাবে, আলোচনার সময় পাওয়া যাচ্ছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

গোসলে নেমে নদী খননের গভীর গর্তে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ

রুকাইয়া ও আলিফ সম্পর্কে আপন চাচাতো বোন। দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। স্কুলে যাওয়া, নদীতে গোসল, খাওয়াসহ প্রায় সব কাজ একসঙ্গে করত। ১ সেপ্টেম্বর আত্রাই নদে গোসলে নেমে মারা যায় তারা। স্বজনেরা তাদের দুজনকে পাশাপাশি কবরে দাফন করেছেন।

রুকাইয়া আক্তার (১৩) ও আলিফ নূরের (১২) বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামে। তাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আত্রাই নদের মাধবের ঘাট। নদীর পশ্চিমে খানসামা উপজেলা, পূর্বে মুর্শিদপুর ও সেনপাড়া গ্রাম। শিশু থেকে বৃদ্ধ—কমবেশি সবাই আত্রাই নদের মাধবের ঘাটে গোসল করে। কিন্তু নদী খননের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে প্রাণ যায় রুকাইয়া-আলিফের।

গত মঙ্গলবার মুর্শিদপুর এলাকায় রুকাইয়া-আলিফের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে এখনো শোকের ছায়া। মেয়ের কথা তুলতেই কান্নায় ভেঙে পড়েন রুকাইয়ার বাবা আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘সকালে আমার সাথে খেয়েছে। তারপর কোন ফাঁকে যে দুই বোন ছোট ভাইদের নিয়ে নদীতে গেছে, আমরা খেয়াল করিনি। মেশিন দিয়ে বালু ওঠানোর কারণে নদীর পূর্ব পাশে অনেক বড় বড় গর্ত হয়েছে। হয়তো বুঝতে না পেরে গর্তে গিয়ে পড়েছে আর উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের লোক এসে বিকেলে রুকাইয়াকে উদ্ধার করেছে। আর আলিফের লাশ পেয়েছি পরের দিন সকালে, কিছুটা দূরে।’

দিনাজপুরে রুকাইয়া-আলিফের মতো নদী বা পুকুরে গোসলে নেমে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষত বর্ষাকালে প্রাণহানির ঘটনা বেশি।

এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্র জানায়, গত ৪ বছরে তারা ৫৪টি ফোন পেয়েছে। এসব ফোন পেয়ে তারা ৬২ জনের মরদেহ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে। যদিও স্থানীয় পত্রিকা ঘেঁটে গত ৪ বছরে ৮৭ জনের মৃত্যুর ঘটনা জানা গেছে। এর মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ৪৬ জন। অন্যরা পুকুর-জলাশয়ে। এর মধ্যে এক-তৃতীয়াংশই শিশু, যাদের বয়স ৪ থেকে ১৫ বছর। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বীরগঞ্জ ও খানসামা উপজেলায়।

আত্রাই নদের মাধবের ঘাট এলাকার বাসিন্দা দীনেশ চন্দ্র বলেন, ‘খোঁজ নি দেখেন, আত্রাই নদীত ছাওয়া পড়ি মারা যাওয়ার ঘটনা বেশি। গোটা নদীটাত মেশিন দি বালু উঠি নিয়ে যাছে। বালু তুলায় একেকটা গর্ত হইছে দুই–তিন মানুষ (অন্তত ১৫ ফুট গভীর)। ছাওয়া ছোট নদীত স্নান করিবা আসিবি, ওমাক ফির বারণ করা যায়!’

স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ মৃত্যুর ঘটনা সকাল নয়টা থেকে বেলা তিনটার মধ্যে। উঠানে খেলার সময় বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে যাওয়া, নয়তো দল বেঁধে নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনাগুলো ঘটেছে।

কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, একসময় নদী-পুকুর-জলাশয়ে ভরপুর পানি থাকত। তখন এত মারা যাওয়ার কথা শোনা যেত না। কিন্তু এখন পানিই থাকে না। তারপরও মৃত্যুর ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে মা-বাবার সচেতনতার পাশাপাশি সাঁতার প্রশিক্ষণসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিতে হবে।

জেলা নাগরিক ফোরামের আহ্বায়ক মেহেরুল্লাহ (বাদল) বলেন, প্রায়ই নদী বা পুকুরে ডুবে মৃত্যুর ঘটনার কথা শোনা যাচ্ছে। বিষয়টি উদ্বেগের। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, দিনাজপুরে কোনো ডুবুরি দল নেই। কোথাও নিখোঁজের ঘটনা ঘটলে রংপুর থেকে ডুবুরি আনতে হয়। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও সন্ধান মেলে না। পরদিন লাশ ভেসে ওঠে। তিনি বলেন, এত বড় একটি জেলা, এখানে ডুবুরি থাকা জরুরি। পাশাপাশি স্থানীয় ক্লাব, সংগঠনসহ প্রশাসনেরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, ‘ডুবে যাওয়া ব্যক্তিকে আমরা হাসপাতালে পাই মৃত অবস্থায়। এ ক্ষেত্রে মানুষের মধ্যে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই বললেই চলে। এ বিষয়ে যতখানি প্রচার-প্রচারণা-প্রশিক্ষণ প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। বীরগঞ্জে অধিকাংশ দুর্ঘটনা ঘটে জলকপাটের ওখানে। শিশুটি হয়তো সাঁতার জানে কিন্তু জলকপাটের ওই জায়গায় গোসলে নেমে একটি শিশুর পক্ষে নিয়ন্ত্রণ রাখা কঠিন। শিশুরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে।’

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলায় ডুবুরি পদ নেই। একজন ফায়ার ফাইটারকে ডুবুরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে রংপুরের দলের সঙ্গে তিনি কাজ করেন। তিনি বলেন, দিনাজপুর একটি বড় জেলা। এখানে নদী ও পুকুরের সংখ্যাও বেশি। জেলায় দ্রুত সেবা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ডুবুরি দল দরকার। বিষয়টি তাঁরা মন্ত্রণালয়ে জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ