বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন জেমস প্যামেন্ট। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ফিল্ডিং বিশেষজ্ঞ জেমন প্যামেন্টকে নিয়োগ দিয়ে বিসিবি জানায়, তিনি চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দলে যোগ দেবেন।
প্যামেন্টের সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। তিনি এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের দায়িত্ব সামলানো।
প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে। তবে ৫৬ বছর বয়সী এই কোচ নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশনে হেড কোচ হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টেকনিক্যাল এডভারজর হিসেবে কাজ করেছেন
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ার বিষয়ে প্যামেন্ট বলেন, ‘দারুণ প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’
এর আগে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। সাবেক প্রোটিয়া এই ব্যাটার দলের সহকারী কোচ ছিলেন। তবে মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
‘সানসিরোর ম্যাচটাই হবে অলিখিত ফাইনাল’
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগে সানসিরোতে কাজটা সহজ দেখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বরং সেটিকে ‘ফাইনালের আগের আরেকটি ফাইনাল’ বলেই বিবেচনা করছেন এই জার্মান কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমরা ভালোভাবে শুরু করিনি, দ্রুত দুটি গোল খেয়ে বসেছিলাম। কিন্তু দারুণভাবে ফিরে এসেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। এটা ছিল এক দুর্দান্ত ম্যাচ, বিশেষ করে দর্শকদের জন্য।’
ফ্লিক আরও বলেন, ‘মিলানের ম্যাচটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জিততেই হবে। এটা যেন আরেকটি ফাইনাল। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং আশা করি ৯০ মিনিটই যথেষ্ট হবে ফাইনালে ওঠার জন্য।’
প্রতিপক্ষ ইন্টার মিলানের শক্তি ও অভিজ্ঞতা নিয়েও সতর্ক বার্সা কোচ, ‘ইন্টার অভিজ্ঞ দল। তারা সেট পিস থেকে আমাদের বিপদে ফেলেছে। লম্বা-দেহী ও বিপজ্জনক খেলোয়াড় রয়েছে তাদের দলে। তবে আমি আমার দলের মানসিকতা নিয়ে গর্বিত।’
১৭ বছর বয়সী লামিন ইয়ামালের প্রশংসায় ভাসান ফ্লিক। ম্যাচে এক গোল, এক অ্যাসিস্ট এবং এক আত্মঘাতী গোলে অবদান রাখার পর তাকে নিয়ে বলেন, ‘সে আমাদের পথ দেখিয়েছে। আজকের পারফরম্যান্সে তার অসাধারণতা স্পষ্ট। ইনজাঘির মতো আমিও বিশ্বাস করি, এ ধরনের খেলোয়াড় ৫০ বছরেও একবার আসে।’
ইন্টারের ঘরের মাঠ সানসিরোতে ৬ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। তার আগেই যুদ্ধের প্রস্তুতি সারছে বার্সেলোনা।