নিজের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন
Published: 11th, April 2025 GMT
নিজের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন আশরাফুল ইসলাম (৪০)। তবে সেটি নিয়ে আর বাড়ি ফেরা হলো না। বাসায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল একই উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আশরাফুলের চাচাতো ভাই মাসুম বলেন, অসুস্থ থাকায় নিজের জন্য ওষুধ কিনতে আজ সকালে একাই বের হন আশরাফুল। এ জন্য তিনি পাশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা সদরে গিয়েছিলেন। ফেরার সময় বাস থেকে এমসি বাজারে নামেন। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছেন বলে জানান মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। তিনি বলেন, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আশর ফ ল
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।