‘শেষ পর্যন্ত’ লড়বে চীন, ট্রাম্পের মন গলাতে দৌঁড়ঝাঁপ নানা দেশের
Published: 11th, April 2025 GMT
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও সংকটের দিকে মোড় নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক বৃদ্ধির মুখে চীনের বাণিজ্য মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, শেষ অবধি লড়াই করে যাবে তারা।
বিশ্ববাণিজ্যে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে কোণঠাসা করতে তৎপর ট্রাম্প। অন্য দেশগুলোর ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার চীনা প্রায় সব পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানায়। এরপর আজ শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রশাসনের ওই পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে আজ দেশটিতে হলিউড চলচ্চিত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ করেছে বেইজিং।
এরই মধ্যে আজ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের মুখে নিজেদের বাণিজ্য সামাল দিতে আগামী সপ্তাহে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফরের পরিকল্পনা রয়েছে চীনের প্রেসিডেন্টের। আজ স্পেনের প্রধানমন্ত্রীকে সি চিন পিং বলেন, এই বাণিজ্যযুদ্ধে কেউ জয়লাভ করবে না। বিশ্বায়ন প্রক্রিয়াকে রক্ষা করতে এবং যুক্তরাষ্ট্রের ‘একতরফা নিপীড়ন’ রুখে দিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হাত মেলাতে হবে। শুধু নিজ স্বার্থ নয়, আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা করতে হবে।
আজ সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ ডলারে।চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) জানিয়েছে, চলমান শুল্কযুদ্ধে বৈশ্বিক বাণিজ্য ৩ থেকে ৭ শতাংশ কমে যেতে পারে। বৈশ্বিক জিডিপি কমতে পারে শূন্য দশমিক ৭ শতাংশ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক রেবেকা গ্রিনস্প্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপ উন্নয়নশীল দেশগুলোর ওপর ‘বিপর্যয়কর প্রভাব’ ফেলতে পারে, যার কারণে দেশগুলো বিদেশি সহায়তা বন্ধের চেয়ে বড় ধাক্কা খেতে পারে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড বৃদ্ধি, কেন এত দাম বাড়ল৩ ঘণ্টা আগেবিশ্ববাজারে অস্থিতিশীলতা
ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করায় পরদিন বৃহস্পতিবার বিভিন্ন দেশের শেয়ারবাজার বেশ চাঙা হয়েছিল। তবে চীনের ১২৫ শতাংশ শুল্ক আরোপের পর আজ আবার বাজারে অস্থিতিশীলতা দেখা যায়। ইউরোর বিপরীতে তিন বছরের মধ্যে সবচেয়ে কমেছে ডলারের দাম। আর আজ সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ ডলারে।
আজ বিকেল পর্যন্ত রয়টার্সের হিসাবে জাপানের নিক্কি এশিয়া সূচকে ৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের প্রায় ১ শতাংশ, ইউরোপের এসটিওএক্সএক্স ৬০০ সূচকে প্রায় ১ শতাংশ এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ পতন হয়। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকে পতন হয় ৩ দশমিক ৫ শতাংশ।
আরও পড়ুনঅন্যায্য দমন-পীড়নকে ভয় পায় না চীন: মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় সি চিন পিং৫ ঘণ্টা আগেতবে আজ বিভিন্ন বাজারে সূচকে কিছুটা উত্থানও দেখা গেছে। বিকেল পর্যন্ত লন্ডনের এফটিএসই ১০০ সূচকে শূন্য দশমিক ৯ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচকে শূন্য দশমিক ১ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচকে ১ দশমিক ১ শতাংশ এবং সাংহাইয়ের কম্পোজিট সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ উত্থান হয়।
ইইউয়ের অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভস্কিস কড়া ভাষায় বলেছেন, শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলে নিজ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।শেয়ারবাজারে এই উত্থান-পতনের বিষয়ে ব্রিটিশ আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এজে বেলের বিনিয়োগবিষয়ক পরিচালক রাস মোল্ড বলেন, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক আয়ের ওপর শুল্কের প্রভাব নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে গেছে। এ কারণে বাজারগুলো কিছু সময়ের জন্য অস্থিত থাকতে পারে।
সমঝোতার জন্য দৌড়ঝাঁপ
বৃহস্পতিবার ট্রাম্প একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিভিন্ন দেশ যদি ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী চুক্তি না করে, তাহলে পাল্টা শুল্ক আবার ফিরিয়ে আনবেন তিনি। সে অনুযায়ী এরই মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, ৭৫টির বেশি দেশ সমঝোতার আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্কট বেসেন্টের আলাপের পর ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোকের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য আলোচনা শুরুর কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আর আগামী সপ্তাহে জাপানের একটি দলের যুক্তরাষ্ট্র সফরের কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আগামী সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার মারোস সেফকোভিক। তবে জোটের অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভস্কিস কড়া ভাষায় বলেছেন, শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলে নিজ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
৯০ দিনের জন্য মার্কিন শুল্ক স্থগিত আলোচনার জন্য পথ তৈরি করে দিয়েছে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, শুল্ক স্থগিত সমঝোতার জন্য পথ খুলে দিয়েছে। তবে সাময়িক স্থগিত করাটা ‘ভঙ্গুর’। কারণ, এই ৯০ দিনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তার মধ্যে থাকবে।
আরও পড়ুননতুন শুল্ক আরোপ হিতে বিপরীত হবে বলেই কি পিছু হটলেন ট্রাম্প১০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল ক আর প র র ওপর শ ল ক শ ন য দশম ক ৯০ দ ন র ন র জন য ব ষয়ক
এছাড়াও পড়ুন:
মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
এমন পারফরম্যান্সই তো চাওয়ার থাকে ভালো দলের কাছে। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাদমান ইসলামের সেঞ্চুরি, তাইজুল ইসলামের ৯ উইকেট শিকারে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় এনে দেয় বাংলাদেশকে। প্রথম টেস্ট হারের পর যে সমালোচনা হয়েছিল, তার জবাবটা বোধ হয় দ্বিতীয় টেস্ট তিন দিনে জিতে দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্তরা। ‘বাউন্স ব্যাক’ করে সিরিজ ড্র ১-১-এ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বীরোচিত পারফরম্যান্স ছিল টাইগারদের। এটি সম্ভব হয়েছে পছন্দের উইকেটে খেলা হওয়ায়। স্পিন ভুবনে উইকেট উৎসব করেছেন তাইজুল, মিরাজ গাঁটছড়া বেঁধে। সিরিজ নির্ধারণী টেস্টে দুটি সেঞ্চুরি দারুণ অর্জন অধারাবাহিক ব্যাটিং লাইনআপের। এই টেস্টে ওপেনিং জুটি ভালো করেছে। লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ভালোই সঙ্গ দেন সাদমানকে। লোয়ার মিডলঅর্ডারে মিরাজের লড়াই ছিল দেখার মতো।
টেলএন্ডারদের নিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। শেষ ৩ উইকেটে তৃতীয় দিন ১৫৩ রান যোগ করেন। বাংলাদেশকে পৌঁছে দেন ৪৪৪ রানে। ২১৭ রানের লিড থাকায় ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখায়। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সে স্বপ্ন পূরণ হয়। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার তাঁর।
গত বছর দেশের মাটিতে টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৫ সালের শুরুটাও ভালো ছিল না। সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরেছে। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে জিততেই হতো। লক্ষ্যে পৌঁছাতে কন্ডিশনেও পরিবর্তন আনা হয়। চট্টগ্রামের উইকেটে খেলা হয় দ্বিতীয় টেস্ট। যেখানে শাসন ছিল স্পিনারদের। পছন্দের উইকেট পাওয়ায় তিন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ। তিনজনই দারুণ বোলিং করেন প্রথম থেকে।
দীর্ঘ বিরতির পর টেস্ট খেলার সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান চ্যালেঞ্জ নিয়ে বোলিং করে গেছেন। বেশি উইকেট না পেলেও এক প্রান্তে ব্যাটারদের চাপে ফেলেছেন। যার সুফল তাইজুল ও মিরাজ পেয়েছেন অন্য প্রান্তে। প্রথম দিন শেষ সেশনে ব্রেক থ্রু দেন তিনি। বাঁহাতি স্পিনার পরে পিক করে ৬ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করে। পরের দিন এক বল খেলে ওই রানেই অলআউট হয়। বাংলাদেশ ব্যাটিং শুরু করে বড় লক্ষ্য নিয়ে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের ওপেনিং জুটি করায় প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া সহজ হয়। সাদমানের সেঞ্চুরি ও মুমিনুল হক, মুশফিকুর রহিম কিছু রান করায় ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
সেদিন সংবাদ সম্মেলনে সাদমান আশা প্রকাশ করেন, মিরাজ ও তাইজুল জুটি করবেন। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি দু’জনের। বেশি ভালো করেছেন পেসার তানজিম হাসান সাকিব। মিরাজের সঙ্গে ১৫৬ বলে ৯৬ রানের জুটি। অভিষেক টেস্টে সাকিবের ব্যাটিং দারুণ লেগেছে অধিনায়ক শান্তর কাছে। ৮০ বলে ৪১ রান করেন তিনি। সবচেয়ে বড় কথা, মাথায় বল লাগার পরও বিচলিত হননি তিনি। মিরাজ ছাড়া চট্টগ্রাম টেস্টের প্রাপ্তি হিসেবে ওপেনিং জুটির ভালো খেলা, সাদমানের সেঞ্চুরি, তাইজুলের ৫ উইকেট শিকার ও সাকিবের রান করাকে মনে করেন শান্ত।
শেষের তিন উইকেটে তৃতীয় দিন প্রায় দুই সেশন ব্যাট করে বাংলাদেশ। তাইজুল, সাকিব ও হাসানকে নিয়ে ১৫৩ রান যোগ করে। মিরাজ ১০৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজাকে উইকেট দেন। নার্ভাস নাইটির ঘরে প্রবেশ করে কিছুটা ঝুঁকির মুখে ছিলেন মিরাজ। ৯৮ রানে পৌঁছানোর পর সেঞ্চুরি ছুঁতে দুই রান নিতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডারের কাছে বল চলে যাওয়ায় এক রানে থামতে হয়। তখন স্ট্রাইকে হাসান থাকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। ড্রেসিংরুমে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই দাঁড়িয়ে গিয়েছিলেন। কখন হাসান আউট হয়ে যায়, সে ভয় কাজ করছিল হয়তো। কিন্তু হাসান ছিলেন দৃঢ়চেতা। মাসাকাদজাকে ডিফেন্স করে স্বস্তি দেন।
মিরাজ স্ট্রাইকে এসে মেদেভেরের প্রথম দুই বলে ঝুঁকি নেননি। তৃতীয় বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় মিরাজ। প্রথম ম্যাচের উভয় ইনিংসে ৫ উইকেট করে ছিল তাঁর। চট্টগ্রামে অতীতের সব পারফরম্যান্স ছাড়িয়ে গেছেন। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেটপ্রাপ্তি, দুই হাজার রানের মাইলফলক পেয়েছেন। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২১৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১১ রানে। ফ্লাডলাইটের আলো জ্বেলে নির্ধারিত সময়ের বেশি খেলান আম্পায়াররা। প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হয়। জিম্বাবুয়ে ক্রিকেটাররা তাতে আপত্তি করেননি। তাইজুল ৩, নাঈম ১ ও মিরাজ ৫ উইকেট নিলে ম্যাচ শেষ হয়।
সিলেটে প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে প্রভাব বিস্তার করে খেলে ম্যাচ জেতার পরও খুশি নন অধিনায়ক শান্ত, ‘আমি টেস্ট সিরিজ ড্র করে খুশি না। কারণ, প্রথম টেস্টে আমরা একেবারেই ভালো খেলিনি। এই টেস্টে একপেশে খেলে জিতলেও সিরিজে আরও ভালো খেলা উচিত ছিল। সিরিজটি জিততে হতো।’ টাইগার দলপতি জানান, এই পারফরম্যান্স শ্রীলঙ্কা সফরে কাজে দেবে। দেশের মাটিতে স্পোর্টিং উইকেট বানিয়ে বিদেশে খেলার পরিবেশ তৈরি করছিল বিসিবি। ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজ থেকে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। কিউইদের বিপক্ষে সিলেটে ঐতিহাসিক জয় পেলেও মিরপুর থেকে হারতে শুরু করে। দেশের মাটিতে টানা ছয় হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।