সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনারের (ভূমি) নাম করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। বুধবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা বাজার, রতনকান্দি বাজার ও ডায়া বাজারের অন্তত ১৫টি দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীরা জানান, বুধবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের উদ্যোক্তা মো.

সোহেল রানার মোবাইল ফোনে (০১৮৬০ ৪৯১৮৩৩) কল আসে। অপরপ্রান্ত থেকে এসিল্যান্ডের পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের দফাদার সুকুমারকে চাওয়া হয়। সুকুমারকে ফোন দেওয়া হলে বলা হয় ইউনিয়নের মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা টাকা দেবে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত যাবে না। তার কথা মতো দফাদার সুকুমার নগরডালা বাজারের মিষ্টির দোকানদার সুভদ্র ও কৃষ্ণ চন্দ্র রায়কে নিয়ে গৌতম দাস, গোপেন, সন্তোষ মোদক এবং ময়না দত্তের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা তোলেন। একইভাবে রতনকান্দি বাজার থেকে সাদ্দাম, আরিফ, জয়নাল ও লিটনের দোকান থেকে ১০ হাজার ৩শ টাকা, ডায়া বাজার থেকে ৮ হাজার ৩শ টাকা তুলে (০১৬২২৮৬৯৯৮৩) বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হয়। টাকা পাঠানোর পর নাম্বার বন্ধ হয়ে যায়। এতে সন্দেহ হলে ভুক্তভোগীরা উপজেলা ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানকে জানান। তিনি ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। 

সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান বলেন, প্রতারক চক্র সহজসরল দোকানদারদের কাছে এসিল্যান্ড পরিচয় ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের শাহজাদপুর থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ এস ল য ন ড

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ