গত বছর সোয়া ৩৬ কোটি টাকা মুনাফা করেছে আইপিডিসি
Published: 17th, April 2025 GMT
দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্সের মুনাফা বেড়েছে। গত বছর শেষে প্রতিষ্ঠানটি প্রায় সোয়া ৩৬ কোটি টাকা মুনাফা করেছে, যা ২০২৩ সালের তুলনায় সাড়ে ৬ শতাংশ বেশি। ২০২৩ সালে আইপিডিসি ৩৪ কোটি টাকা মুনাফা করেছিল।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি গতকাল বুধবার তাদের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। সেখানে মুনাফার এই তথ্য তুলে ধরা হয়। আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি গত বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারধারীদের জন্য বছর শেষে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। মুনাফা বাড়লেও প্রতিষ্ঠানটির লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালেও প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
প্রতিষ্ঠানটির মুনাফা ও লভ্যাংশের খবর আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। ডিএসইতে দেওয়া তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলধন ভিত্তি শক্তিশালী করতে এবারও তারা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারধারীদের মধ্যে কারা পাবেন, সেটি ঠিক হবে রেকর্ড তারিখে। প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ ঘোষণা করেছে আগামী ৮ মে। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে এবং ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরাই ঘোষিত এই লভ্যাংশ পাবেন। আর লভ্যাংশ বিতরণ করা হবে বার্ষিক সাধারণ সভা বা এজিএমে অনুমোদনের পর। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২ জুন।
এদিকে লভ্যাংশ ও মুনাফার খবরে আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় আইপিডিসির প্রতিটি শেয়ারের দাম ৬০ পয়সা বা পৌনে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির প্রায় ৯ লাখ শেয়ারের হাতবদল হয়। যার বাজারমূল্য ছিল দেড় কোটি টাকা।
আইপিডিসির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪—এই ছয় বছরের মধ্যে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা করেছিল ২০২২ সালে। ওই বছর প্রতিষ্ঠানটির মুনাফা ৯০ কোটি টাকা ছাড়িয়েছিল। এরপর ২০২৩ সালে তা ৬১ শতাংশ কমে ৩৪ কোটি টাকায় নেমে আসে। সেখান থেকে গত বছর মুনাফা প্রায় সোয়া দুই কোটি টাকা বেড়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ য় রব জ র ২০২৩ স ল আইপ ড স গত বছর
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫