কালিয়াকৈরে একটি পোশাক কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে রাসায়নিক খেয়ে আত্মহত্যা করেছেন এক শ্রমিক। গত বৃহস্পতিবার রাতে মৌচাক নিশ্চিন্তপুর এলাকার মন্ট্রিমস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ইদ্রিস আলী (২০) মন্ট্রিমস লিমিটেড কারখানার কার্টন সেকশনে চাকরি করতেন। নিশ্চিন্তপুর এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে ইদ্রিস আলী লেখেন, কারখানাটিতে এক বছর ধরে চাকরি করেন তিনি। কিছু লোক আসার তিন মাস এবং ছয় মাস হওয়ার পরেই তাদের স্থায়ী করে। তাঁকে করে না। কারণ হচ্ছে, তিনি মেশিনের লোক। একদিন ৬টায় গিয়েছিলেন, এর জন্য বিচার করেছে। কী অপরাধ ছিল তাঁর। তাদের কারণে জীবন শেষ করে দেবেন তিনি। এর জন্য দায়ী তাদের সেকশনের প্ল্যানিং কর্মকর্তা কামরুল এবং ম্যানেজার হারুন। মানুষকে মানুষ মনে করে না তারা। পোস্টে আরও লেখেন, ‘তারা মনে করে তারা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব। ঈদের নিয়মে আমি অনেক কষ্ট পাইছি, এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর।’

ফেসবুকে এই পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কারখানায় রাখা বিষাক্ত রাসায়নিক খান ইদ্রিস আলী। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ রাতেই ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও তাঁকে স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন, তখনই তাঁকে ওই দুই কর্মকর্তা গালাগাল করেছেন। এ ছাড়া তিনি নানা বিষয়ে বেশ কিছুদিন ধরে হতাশার মধ্যে ছিলেন। 

শ্রমিকরা জানান, কারখানার কর্মকর্তা হারুন অর রশিদ ও কামরুল ইসলাম ম্যানেজমেন্টে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করছেন। মানসিক ও শারীরিক নির্যাতন করেন তারা। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করার হুমকি দেয়। ওই দুই কর্মকর্তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান তারা।
নিহত শ্রমিকের স্ত্রী হাসি আক্তার বলেন, ‘আমার স্বামী মারা গেছে, এখন তাঁকে নিয়ে হাসপাতালে রয়েছি। এর বেশি কিছু আমি বলতে পারব না।’
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের ভাষ্য, কারখানার একজন শ্রমিক বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে। কারণ জানতে চাইলে তিনি ফোনকলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও ধরেননি।
ভুক্তভোগী ইদ্রিস আলীর বোনের জামাই বাবু বলেন, ‘অনেক দিন হলো কাজ করে ইদ্রিস। তার সঙ্গের সবাইকে চাকরিতে স্থায়ী করলেও কর্তৃপক্ষ তাকে স্থায়ী করেনি।’
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের জানান, ইদ্রিস আলী নামে এক শ্রমিক কারখানার ভেতরে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ই কর মকর ত ফ সব ক

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা

চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ (সোমবার) তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।

চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে একই পোস্টে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘আজ আমরা চায়নিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।’

অসাইরিস গ্রুপও বাংলাদেশে আসছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার হবে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সে-আপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পেলোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলছেন অধ্যাপক ইউনূস।

টেনসেন্টের ওয়েবসাইটের তথ্য বলছে, প্রযুক্তি খাতের কোম্পানিটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত।

আরও পড়ুনবাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট২৬ ফেব্রুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

সম্পর্কিত নিবন্ধ

  • ৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।
  • সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • সাবেক সচিবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক 
  • জবির বায়োকেমিস্ট্রি বিভাগে ৮ বছর ধরে একই চেয়ারম্যান
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
  • বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক
  • বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
  • বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট
  • বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা