মার্চের শুরুর দিকের কথা। লিভারপুলের সামনে তখন তিন শিরোপা জয়ের হাতছানি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ—তিনটিতেই ফেবারিট ভাবা হচ্ছিল অ্যানফিল্ডের দলটিকে। আর তিন শিরোপা জিতিয়ে মোহাম্মদ সালাহর ব্যালন ডি’অর জেতাও তখন আলোচনার কেন্দ্রে।

লিভারপুল ছাড়ার আগে বিশ্বসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেতে উন্মুখ ছিলেন সালাহ নিজেও। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে গিয়ে এলোমেলো হয়ে যায় সালাহর স্বপ্ন। মাত্র ৫ দিনেই তিন শিরোপার দুটিই হাত ফসকে যায় লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলটি লিগ কাপের ফাইনালে হারে নিউক্যাসলের কাছে।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ই সালাহর ব্যালন ডি’অর জয়ের স্বপ্নকে কার্যত শেষ করে দিয়েছে। এমনকি প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্সও (৩২ ম্যাচে ২৭ গোল ও ১৮ সহায়তা) এখন আর আশা দেখাতে পারছে না সালাহকে। কেবল অতিনাটকীয় কিছুই এখন পারে সালাহর হাতে ব্যালন ডি’অর তুলে দিতে।

আরও পড়ুনব্যালন ডি’অরের পথে সালাহ, প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল২৪ ফেব্রুয়ারি ২০২৫

শুধু সালাহই নন, রেস থেকে এরই মধ্যে পিছিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামরাও। কারণও একই। চ্যাম্পিয়নস লিগ–ব্যর্থতা। চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল এবার কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিয়েছে। রিয়াল লা লিগার জয়ের দৌড়েও পিছিয়ে আছে বার্সেলোনার চেয়ে।

শনিবার সেল্টা ভিগোকে হারিয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকা বার্সাই এখন লিগ জয়ের রেসে ফেবারিট। আজ বিলবাওয়ের বিপক্ষে রিয়াল জিতলে ব্যবধানটা নেমে আসবে চারে। পিছিয়ে থাকলেও রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতলেও তা ব্যালন ডি’অর জয়ের নিশ্চয়তা দিতে পারবে না ভিনি-এমবাপ্পেদের।

সালাহর হতাশা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ