বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশের স্বার্থে, মানুষের স্বার্থে বিএনপি যেকোনো কাজ করতে রাজি আছে। আমরা ৩১ দফার মধ্যে বলেছি, এই দফাগুলোর বাইরে যদি কেউ ভালো প্রস্তাব দিতে পারেন, অবশ্যই তা আমরা জনগণের স্বার্থে গ্রহণ করব। আমরা বারবার বলছি, দেশের মানুষের ভালো কিছুর জন্য যদি ভালো কিছু কেউ নিয়ে আসেন, তা আমরা সাদরে গ্রহণ করব।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফাসংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের মানুষ যখন তাঁদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, যখন আমরা বলতে পারব, এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা কমবেশি প্রতিষ্ঠিত হয়েছে। তখনই আমরা বলতে পারব, বাংলাদেশের একটু সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পথ বাকি। বহু কিছু অর্জন করার বাকি আছে। যখন এ দেশের সন্তানদের, এ দেশের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে পারব, নারীদের ক্ষমতার উন্নয়ন করতে পারব। তখনই আমরা বলতে পারব “টেক ব্যাক বাংলাদেশ” কিছুটা হলেও বাস্তবায়ন সম্ভব হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘অনেক অদৃশ্য শত্রু, অনেক শক্তি, প্রতিপক্ষ আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদের ঐক্যবদ্ধ না করি, ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করতে পারব না। এই ৩১ দফা বাস্তবায়ন করতে না পারলে বিগত ১৫ বছরের অত্যাচার, নির্যাতন, কষ্ট—সবকিছু বৃথা হয়ে যাবে। কোনো অশুভ কিছু থাকলে তাকে সরিয়ে দিতে হবে।’

নেতা-কর্মীদের কাছে প্রশ্ন রেখে বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘আপনারা কি বিশ্বাস করেন, এই ৩১ দফা যদি আমরা কমবেশি বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। কীভাবে আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন, তা আপনাদের পরিকল্পনা করতে হবে। এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্মবর্ণের মানুষ, সবাই আমরা বাংলাদেশি। কাউকে বাদ দিয়ে নয়। সে দলের হোক, অন্য ধর্মের হোক। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি। তাই প্রত্যেকের কাছে আপনাদের যেতে হবে। কারণ, প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশিসংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হবো, তত ভালোভাবে, শক্তিশালীভাবে আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করতে সক্ষম হবো।’

আজ সকাল থেকে রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে পৃথকভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংশ্লিষ্ট জেলা বিএনপি। গাইবান্ধায় জেলা স্টেডিয়ামে, লালমনিরহাটে জেলা পরিষদ মিলনায়তনে এবং কুড়িগ্রামে শহরের আলমাস কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে তিন জেলার নেতা-কর্মীদের স্থানীয় সমস্যা সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

এক নেতার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যোগ্যতার ভিত্তিতে দলীয় পদ দেওয়া হবে। ধর্মীয় বিবেচনা করে নয়। কৃষির উন্নয়নসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির বড় সংস্কার খাল খনন। এতে কৃষির সংস্কার হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে খাল খনন করা হবে। যাতে পানির স্রোত নিয়ে আসে। কৃষক সময়মতো পানি পায়।’

আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। বিএনপির উদ্যোগে উত্তরাঞ্চলে তিস্তা বাঁচাও আন্দোলন হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এক নারীনেত্রীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে বৃদ্ধি করা হবে। দেশে ১৮ থেকে ৩০ বছর বয়সের অনেক মানুষ ফ্রিল্যান্সিং করছেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র ক ষমত

এছাড়াও পড়ুন:

আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।

আরো পড়ুন:

খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট

যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”

“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ