Prothomalo:
2025-05-01@02:41:51 GMT

হাওয়া বদলের দিন

Published: 23rd, April 2025 GMT

কোনো এক শীতের সকালে ট্রাম্পেট বাজিয়ে সার্কাস পার্টি এল আমাদের শহরে। খাঁচায় বন্দী পশু, সুন্দরী নর্তকী, ত্রুবাদুর আর একদল বামনসহযোগে। 

হাওয়া বদলের দিন ছিল তখন। ফড়িংয়ের পাখার শব্দে আরও প্রকট হয়ে উঠত ঝিম মেরে থাকা একেকটা দুপুর। 

পাহাড়ের ঢাল বেয়ে পিছলে পড়া পাথরখণ্ডের মতো বিপদাপন্ন ছিলাম আমরা। কতকটা নিয়তিচালিত। তবু, নিয়তি ও স্বাধীন ইচ্ছা-বিষয়ক তর্ক চলত আমাদের। হাওয়াদের সাথে কথা বলত বচনবাগীশ পাতারা। 

এরই মাঝে এল সার্কাসের দল, আলোকোজ্জ্বল শোভাযাত্রা নিয়ে। হেসে উঠল অবসাদ রোগে ভোগা শহরের বিষণ্ন মেয়র। সে-ই শুধু জানত শহরের প্রতিটি খুনের গল্প। 

বহুকাল বাদে সে-ই আমাদের জানিয়েছিল সার্কাস দলের তাঁবুতে আগুন লাগার নেপথ্য কারণ। ফাঁসির দড়িতে ঝুলে থাকা বামন, জিবকাটা ত্রুবাদুর আর বুকে ছুরিবেঁধা সেই সুন্দরী নর্তকীর মৃত্যুরহস্য। 

বহুকাল বাদে সে-ই আমাদের জানিয়েছিল নিজের প্রতিটি দমবন্ধ খুনের গল্প। 

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ