ডিপিএলে টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন, পড়ে গেল পারটেক্স
Published: 24th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব পরিষ্কার সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল। জিতলে পরের মৌসুমে ডিপিএলে খেলার সুযোগ হারলে নিচের ধাপে অবনমন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির নামও ছিল ‘রেলিগেশন ম্যাচ’। ওই লড়াইয়ে ১১৩ রানে জিতে প্রিমিয়ারে টিকে থাকল ব্রাদার্স ইউনিয়ন। অবনমন হলো পারটেক্সের।
গতকালের ম্যাচে ব্রাদার্স ৯ উইকেটে ২৯৪ রান তোলে। দলটির দুই ওপেনার ২৪.
তার ওই ইনিংসে ভর করে বড় রান তোলে ব্রাদার্স। মিডল অর্ডারে ভূমিকা রাখেন মিজানুর রহমান ও আইস মোল্লা। এর মধ্যে মিজানুর ৪৪ বলে ৪২ ও আইস ৪৩ বলে ৪৮ রান যোগ করেন। জবাব দিতে নেমে পারটেক্স ৩৭.১ ওভারে ১৮১ রান করে অলআউট হয়। দলটির ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার আদিল ৭৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। নয়টি চার ও দুটি ছক্কা মারেন। মিডলে আহরার আমিন ৩৩ রান যোগ করেন।
ব্রাদার্সের হয়ে রাকিবুল আতিক ও অভিজ্ঞ অলক কাপালি বল হাতে দারুণ করেছেন। রাকিবুল ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। অলক ৮ ওভারে ৪৭ রান খরচা করে নেন ৩ উইকেট। সালাউদ্দিন শাকিল নেন ২ উইকেট। পারটেক্সের আলাউদ্দিন বাবু, শহিদুল ইসলাম ও ইয়াসিন মুনতাসির দুটি করে উইকেট নেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫