প্রাণের ভেতরে প্রাণ
আরিফ মঈনুদ্দীন
কাপড় কাচার মতো করে সারারাত
অন্ধকার ধুয়েছি—নিজের ভেতরের অন্ধকার
আলোর ফেরিওয়ালার দিকে বাড়িয়ে দিয়েছি হাত—
সসম্মান অভিব্যক্তিতে তিনিও ধরেছেন হাত—
শক্ত করে ধরা হাতে অলৌকিক অভিজ্ঞান
চলার পথের পাথেয় তা
ভুল করে যদি নিতে না পারি তাহলে আমারই ব্যর্থতা
সকাল হওয়ার অপেক্ষায় থেকে থেকে হিসাব কষেছি—
কিছুই নেই ভান্ডারে জমা—অনেক ভুল করেছি,
মাশুলও নেই হাতে—প্রাণখোলা আবেগে প্রার্থনা ছাড়া
একটি শব্দের কাছে সমর্পণ সেরে গভীর আবেগে
উচ্চারণ করি, ক্ষমা চাই—ক্ষমা
নিশিজাগা প্রহরীর হাঁকডাকের মতন ক্ষণে ক্ষণে
কে যেন করে আহবান
অকস্মাৎ টের পাই ভেতরে এক আওয়াজ—
আমার বিরান জমিতে জেগে উঠেছে প্রাণের ভেতরে প্রাণ।
অভিমুখ
রাগীব হাসান
জলকণায় ভেসে রয়েছে কার চক্ষুদ্বয়
ভাসমান বাষ্পে ডুবে আছে কার ব্যক্তিগত বিমান–
বিষাদ ভেঙে কে জেগে ওঠে,
শাদা থামের চূড়োয় গান ঝরে পড়ে
রাত্রির যোনি ছিঁড়ে উড়ে যায় নিমপাতা, উপকূলের তাঁবু–
ওই ধূসর ঢেউ কম্পমান, আলো ছিটকে পড়ে
হিমশূন্য থেকে বের হয়ে আসে
তরমুজ ফলের মতো একটি নীলগ্রহ
যাত্রী ট্রেনের মতন ধ্বনি তোলে
সেই সব পাথরে ফুলের স্তবক, বিরহ ঝরে পড়ে অপরাহ্ণে
সৈনিকের পোশাকের আলো খসে পড়ে বিষাদরংরেখায়
এই সন্ধ্যা আপেলরঙের মতন জ্বলছে
ট্রাকচালকের দৃষ্টি কোন অভিমুখিতাকে পরমতায় ঢেকে দেয়?
প্রেমের অভিসম্পাত
রনি অধিকারী
প্রেমের অভিসম্পাতে আজ ফালাফালা হয়ে আছি .
প্রিয়মুখে হাসিমুখ খুঁজে নেবো শেষতম ছুতো
আঘাতের বদলে আঘাত চিহ্নের বদলে নেবো ক্ষত।
প্রেমের অভিসম্পাতে টুকরো টুকরো হয়ে আছি ...
অভিশাপের ঐ সূত্র ধরে যত মন্ত্র-তন্ত্র-শাস্ত্র জানি
তোমরা জানো না বুঝি, বদলে নিয়েছি দৈববাণী!
মায়াবী সময়ে ডেকে আনো আজি গুপ্ত খুনিদের
ক্রমশ প্রকাশ্যে খুলে যাবে নিবিড় চুম্বনরত ...
দগ্ধ-দুপুরে একান্ত ভাবি হে মানবী তুমি কি সম্মত!
গন্তব্য
স্নিগ্ধা বাউল
তোমাকে গন্তব্য জেনে যে বাতাস বইছে
তাকে জানালায় আটকে রাখলাম
থইথই মেঘ শূন্যে নেমে যাচ্ছে
আর বিবর্ণ হচ্ছে আমাদের পহেলা প্রেম
তোমাকে গন্তব্য জেনে যে চোখ স্বপ্ন দেখছে
তাকে চশমায় বিদ্ধ করলাম
গ্লুকোমায় ভরে গেছে দূরত্ব
আর তুমি নিংড়ে নিতে পারছো আয়োডিন
তোমায় গন্তব্য ভেবে যার কাছে গেলাম
সে তোমার টিউমার
স্ফীত সফল অথচ অপ্রয়োজন
প্রতিদিন বাড়ছে গন্তব্যের সংখ্যা…
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল