কথা প্রসঙ্গে ফারুকী এ–ও লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ এটিই প্রথম কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা কান-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে! যেকোনো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার এমন অর্জনে আমি সমানভাবে খুশি হতাম। কিন্তু যখন এমন গর্বের খবর নিজের “পরিবার” থেকে আসে, তখন আবেগ আড়াল করা যায় না। এটা আমার ভাই–বন্ধুদের মধ্য থেকে এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের খবর! কিন্তু আমি জানি, এটাই শেষ নয়। এরপরে আরও অনেক কিছু আসছে…।’ পোস্টের মন্তব্যের ঘরে আদনান লিখেছেন, ‘আপনি আমাকে চলচ্চিত্র নির্মাণ শেখার সুযোগ না দিলে এটা কখনোই সম্ভব হতো না। চলচ্চিত্র নির্মাতা আমি আজ যা-ই কিছু হয়েছি, তা আপনার দিকনির্দেশনা ছাড়া কোনো দিন সম্ভব হতো না, এ জন্য আপনার কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুনকান উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা৪ ঘণ্টা আগেআদনান আল রাজীব। নির্মাতার সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সচিব আহমদ কায়কাউসের বিরুদ্ধে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। গতকাল বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। 

দুদক গত ১৬ এপ্রিল এ নিয়ে আদেশ জারি করলেও গতকালই বিষয়টি জানাজানি হয়। দুদকের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছেন আহমদ কায়কাউস। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ চুক্তি-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় নথিপত্রের সত্যায়িত ফটোকপি, বিদ্যুৎ কেনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, বর্তমান ঠিকানা এবং এ নিয়ে কোনো বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা– খতিয়ে দেখতে হবে।   

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি শুরু থেকেই বিতর্কিত। ২৫ বছরের এ চুক্তির পদে পদে রয়েছে অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে, যেগুলোর কারণে ২৫ বছরে প্রায় ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। 

সম্পর্কিত নিবন্ধ