প্রবাস ফেরৎ মাসুদ। বয়স ২৫ বছর। সপরিবার বসবাস করে বন্দর উপজেলার পাতাকাটা বৈরাঙ্গীরপাড়। প্রবাস থেকে দেশে ফিরে  বসে না থেকে মাসুদ অটোগাড়ী চালাত।

তার ইনকামে তাদের সংসার ভালোমতো চলছিল। কিন্তু একটি তুচ্ছ বিষয় নিয়ে এক র্দূগটনায় গোটা পরিবারটিকে তছনছ  করে দেয়। আজও মাসুদের জন্য কাঁদে তার পরিবার।

প্রবাস ফেরৎ অটো চালক মাসুদ হত্যা মামলা নিয়ে সিআইডি তেমন কোন তৎপরতা না থাকার কারনে ঘাতকচক্ররা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে মামলার প্রধান আসামী সুমনসহ তার সহযোগিরা মামলার বাদী দিনমজুর শফিউদ্দিনকে মামলা প্রত্যাহারের জন্য নানা ভাবে হুমকি দামকি অব্যহত রেখেছে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, ২০২৩ইং সালে ১০ আগস্ট প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় অটোচালক মাসুদ মারাত্মক ভাবে জখম হয়। পরে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক মাসুদ মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নিহতের পিতা শফিউদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ সন্ত্রাসী সুমন ও তার দুই ছেলে আব্দুর রহমান ও তারেক একই এলাকার মৃত লাল মিয়া মিস্ত্রী দুই ছেলে মোস্তাফা ও মোঃ হোসেনকে আসামী করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২১(৮)২০২৩।

এর মধ্য মামলার  ২নং এজাহরভূক্ত আসামী আব্দুর রহমান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির মূলক জবানবন্ধী প্রদান করেছে।

মামলার তথ্যসূত্রে আরো জানাগেছে, গত ২০২৩ ইং সালের ১০ আগস্ট সকাল ৬টায় মামলার বাদী   বড় ছেলে মোঃ মাসুদ (২৫) অটোগাড়ী নিয়া কাজের উদ্দেশ্য  বাসা হইতে বের হয়। ওই দিন  সকাল ১০টায় অটো গাড়ীটি হঠাৎ নষ্ট হয়ে গেলে অটোচালক মাসুদ তার ছোট ভাই  মাহবুব হাসান (২০) কে ফোন করে বাসা থেকে ১৫০০ টাকা নিয়া দাসেরগাঁও স্ট্যান্ডে  আসতে বলে।

ওই সময় অটোচালক মাসুদ তার ছোট ভাই মাহবুবকে নাস্তা খাওয়ার জন্য ১নং আসামী সুমনের হোটেলে পাঠায়।  সেখানে মাহবুব  সিঙ্গারা খায়।

ওই সময় হোটেল মালিক  সুমন অটো চালক মাসুদের ছোট ভাই মাহাবুব হাসানের সাথে খারাপ ব্যবহার করায়  অটোচালক বড় ভাই মাসুদ হোটেল দোকানী সুমনকে এর কারন জিঙ্গাসাবাদ করিলে ওই সময় হোটেল মালিক সুমন ও তার ২ সন্ত্রাসী ছেলে আব্দুর রহমান ও তারেক একই এলাকার মৃত লাল মিয়া মিস্ত্রী দুই ছেলে মোস্তাফা ও মোঃ হোসেন ক্ষিপ্ত হয়ে অটো চালক মাসুদকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।  

ওই সময় অটোচালক মাসুদ তাদের বাধা নিষেধ করলে ওই সময় উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে হোটেল মালিক সুমনের হুকুমে তার ছেলে আব্দুর রহমান কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করলে মাসুদ রক্তাক্ত জখম হয়।

ওই সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট  অটোচালক মাসুদ মৃত্যুবরণ করে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ র জন য আগস ট

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে