কপিরাইট লঙ্ঘনের মামলায় প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান এবং তাঁর প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে মামলার সূত্রপাত।
অভিযোগ, এ আর রহমানের সুর করা ওই গানটির সুর গ্রহণ করা হয়েছে অন্য একটি সৃষ্টি থেকে। এ মামলাটি দায়ের করেন ভারতীয় ধ্রুপদি কণ্ঠশিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফাইয়াজ ওয়াসিফউদ্দিন ডাগর।
তাঁর অভিযোগ, ‘বীরা রাজা বীরা’ গানটির সুর নেওয়া হয়েছে তাঁর বাবা নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং কাকা জহিরউদ্দিন ডাগরের রচিত ‘শিবা স্তুতি’ থেকে। তিনি গানটির ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানান এবং ক্ষতিপূরণ দাবি করেন। বিচারপতি প্রতিভা এম সিং মামলার শুনানিতে পর্যবেক্ষণ করেন, ‘শিবা স্তুতি’ কেবল ‘বীরা রাজা বীরা’কে অনুপ্রাণিত করেনি, বরং সামান্য কিছু পরিবর্তন সত্ত্বেও দুটির মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।
এ আর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘শিবা স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের ধ্রুপদ ধারার একটি ঐতিহ্যবাহী রচনা, যা জনসাধারণের সম্পদ। অন্যদিকে, ‘বীরা রাজা বীরা’ একটি সম্পূর্ণ মৌলিক সৃষ্টি, যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তর এবং পশ্চিমা সংগীতের উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এ আর রহম ন এ আর রহম ন
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী